ETV Bharat / elections

ভোটের আগে কংগ্রেস কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার

author img

By

Published : Apr 24, 2021, 6:42 PM IST

মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় কংগ্রেস কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার ৷ গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস কর্মীকে ৷ পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে ধৃতকে ফাঁসানোর অভিযোগ পরিবারের ৷

bengal election 2021_wb-msd-arrested-with bomb-01-wb10031
ভোটের আগে কংগ্রেস কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার

ফরাক্কা, 24 এপ্রিল : সপ্তম দফার নির্বাচনের দু’দিন আগেই প্লাস্টিকের ড্রামভর্তি বোমা উদ্ধার ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক কংগ্রেস সমর্থক ৷ মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার ঘটনা ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত কংগ্রেস কর্মীর নাম আজফারুল শেখ ৷ গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ ৷ সেখানেই একটি প্লাস্টিকের ড্রামে উদ্ধার হয় বোমা ৷ গ্রেফতার করা হয় আজফারুলকে ৷ যদিও পরিবারের দাবি, নকল বোমা দেখিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে আজফারুল শেখকে ৷

সপ্তম দফায় আগামী 26 এপ্রিল ভোটগ্রহণ করা হবে ফরাক্কা বিধানসভা কেন্দ্রে। তার আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বালিয়াদহ গ্রামে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজফারুল ওড়িশায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন ৷ গত বৃহস্পতিবার সেখান থেকে বাড়ি ফিরে আসেন নির্বাচনের জন্য ৷

আরও পড়ুন : বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার গয়েশপুর

পরিবারের দাবি, আজফারুল কংগ্রেসের কর্মী ৷ তাই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, উদ্ধার হওয়া বোমাগুলিও নকল বলে দাবি করেন পরিবারের সদস্যরা ৷ যদিও পুলিশ এই দাবি মানতে নারাজ ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.