ETV Bharat / city

Name Lists of Land Mafia : থানা ভিত্তিক জমি মাফিয়াদের নামপ্রকাশ করবে শিলিগুড়ি কমিশনারেট ও দার্জিলিং পুলিশ

author img

By

Published : May 10, 2022, 10:46 AM IST

Siliguri Police will Releases Names List of Land mafia to Protect People
Siliguri Police will Releases Names List of Land mafia to Protect People

জামিনে মুক্ত হয়ে ফের একবার জালিয়াতি চক্রের ফাঁদ পাতা শুরু করেছে জমি মাফিয়ারা ৷ তাই শিলিগুড়ি কমিশনারেট এবং দার্জিলিং পুলিশ প্রশাসন জামিনে মুক্ত সেই সব জমি মাফিয়ার নামের তালিকা সাধারণ মানুষের জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে (Siliguri Police will Releases Name Lists of Land mafia to Protect People) ৷ মূলত জমি মাফিয়াদের ফাঁদ থেকে মানুষকে রক্ষা করতেই এই উদ্যোগ প্রশাসনের (Siliguri Police Takes Action to Protect Residents from Land Mafia) ৷

শিলিগুড়ি, 10 মে : জমি মাফিয়াদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে উদ্যোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশের ৷ এবার গ্রেফতার হওয়া মাফিয়াদের নামের তালিকা প্রকাশ করবে পুলিশ (Siliguri Police will Releases Name Lists of Land mafia to Protect People)। জমি মাফিয়ারা ফের যাতে কোনও নাগরিককে জমি জালিয়াতি ফাঁদে না ফেলতে পারে, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন ৷ থানা ভিত্তিক এই নামের তালিকা প্রকাশ করা হবে ৷

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে জমি ও মাটি মাফিয়া এবং বিভিন্ন পাচারচক্রের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ৷ আর তার পর থেকে জমি মাফিয়া চক্রের সদস্যদের ধরতে বদ্ধপরিকর পুলিশ ৷ ইতিমধ্যে, 72 জন মাফিয়াকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেট এবং দার্জিলিং জেলা পুলিশ ৷ তবে, গ্রেফতার হওয়ার পরেও জমি মাফিয়ারা পরবর্তীতে জামিন পেয়ে ফের প্রতারণা শুরু করেছে ৷ জমি মাফিয়াদের সেই সব কার্যকলাপ বন্ধ করতেই, গ্রেফতার হওয়া জমি মাফিয়াদের নামের তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন (Siliguri Police Takes Action to Protect Residents from Land Mafia) ৷

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ‘‘প্রতিটি থানাভিত্তিক গ্রেফতার হওয়া জমি মাফিয়াদের নামের তালিকা তৈরি করা হচ্ছে ৷ শুধু তালিকা তৈরি নয় ৷ ওই তালিকা প্রকাশ করা হবে ৷ যাতে মাফিয়ারা ফের কোনও মানুষকে জমি জালিয়াতি ফাঁদে না ফেলতে পারে ৷ আর কোনও নাগরিক যেন প্রতারিত না হন ৷’’

থানা ভিত্তিক জমি মাফিয়াদের নামপ্রকাশ করবে শিলিগুড়ি কমিশনারেট ও দার্জিলিং পুলিশ

আরও পড়ুন : Land Mafias Arrested : শিলিগুড়ি পুলিশের জালে আরও 12 জন জমি মাফিয়া

দার্জিলিং জেলা পুলিশের কার্শিয়ঙের অতিরিক্ত পুলিশ সুপার মনরঞ্জন ঘোষ বলেন, ‘‘থানা ভিত্তিক মাফিয়াদের তালিকা তৈরি করা হয়েছে ৷ সাধারণ মানুষকে বাঁচাতে ওই তালিকা প্রকাশ করা হবে ৷’’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জমি মাফিয়া চক্রের বিরুদ্ধে নড়েচরে বসে শিলিগুড়ির পুলিশ প্রশাসন ৷ তদন্তে নেমে মোট 72 জনকে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি, একাধিক মহকুমা এলাকাতেও অভিযানে নামে পুলিশ ৷ শিলিগুড়িতে জমির বেআইনি কারবারের অভিযোগ বহুদিনের ৷ তবে, বর্তমানে ওই জমি মাফিয়াদের দৌরাত্ম্য প্রায় অনেকটাই বেড়েছে বলে অভিযোগ উঠছিল ৷ তাই এবার এই জমি মাফিয়াদের উপর লাগাম টানতে তৎপর পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.