ETV Bharat / city

Land Mafias Arrested : শিলিগুড়ি পুলিশের জালে আরও 12 জন জমি মাফিয়া

author img

By

Published : May 4, 2022, 6:52 PM IST

Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri
Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri

24 ঘণ্টায় শিলিগুড়ি কমিশনারেট এলাকা থেকে গ্রেফতার হল আরও 12 জন মাটি মাফিয়া (Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri) ৷ প্রধাননগর, মাটিগাড়া, ভক্তিনগর সহ বেশ কিছু এলাকা থেকে এই 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এ নিয়ে মোট 52 জনকে গ্রেফতার করা হল ৷

শিলিগুড়ি, 4 মে : চব্বিশ ঘণ্টার মধ্যে আরও 12 জন জমি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা (Twelve Land Mafia Arrested from Several Places of Siliguri) ৷ এ নিয়ে শুধু মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে 52 জন জমি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, জমি মাফিয়াদের ধরপাকড়ের জেরে একের পর এক রাজনৈতিক নেতাদের নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর ৷ যে ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের উপর ৷

পুলিশ সূত্রে খবর, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেতু বানিয়ে নদীর চর দখল করে বিক্রি করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷ ধৃতদের নাম গৌরাঙ্গ বিশ্বাস এবং হরো কুমার রায় ৷ দু’জনেই ঠাকুরনগর এলাকার বাসিন্দা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ৷ অন্যদিকে, ভক্তিনগর থানাও একইভাবে অভিযান চালিয়ে শঙ্কর সূত্রধর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তাঁকে লোয়ার ভানুনগর থেকে ধরা হয় ৷

একইভাবে প্রধাননগর থানা ও মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেফতার করেছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷ সেই মতো প্রত্যেক থানা ভিত্তিক জমি মাফিয়াদের তালিকা তৈরি করা হয়েছে ৷ সেই মত একের পর এক অভিযান চালিয়ে জমি মাফিয়াদের গ্রেফতার করা হয় ৷

আরও 12 মাটি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ

আরও পড়ুন : Illegally Built Bridge Demolish : জমি মাফিয়াদের নদীর চড় দখল করে অবৈধভাবে তৈরি সেতু ভাঙ্গল প্রশাসন

কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে ৷ মুখ্যমন্ত্রী একবার নির্দেশ দিতেই একের পর এক জমি মাফিয়া ধরা পড়েছে ৷ তাহলে এত দিন পুলিশ প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল ? কেন এত দিন জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ ? যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন ৷ তবে, মাটি মাফিয়াদের গ্রেফতারি প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (গোয়েন্দা বিভাগ) রাজেন ছেত্রী বলেন, ‘‘ টানা অভিযান চলছে ৷ গত তিনদিনে 52 জন মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ সব তদন্ত করে দেখা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.