ETV Bharat / city

Bagdogra Airport : বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের ফাটল, সাত ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

author img

By

Published : Apr 7, 2022, 2:50 PM IST

Updated : Apr 7, 2022, 3:09 PM IST

service-unavailable-for-7-hours-at-bagdogra-airport-for-crack-in-runway
Bagdogra Airport : বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, সাত ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল (Crack in Bagdogra Airport Runway) ৷ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পরিষেবা স্বাভাবিক হয় (Service Unavailable for 7 hours at Bagdogra Airport for Crack in Runway) ৷ এর আগে মার্চেও দু’বার পরিষেবা বন্ধ ছিল ৷

শিলিগুড়ি, 7 এপ্রিল : রানওয়েতে ফাটলের জেরে বিমান পরিষেবায় ফের ব্যাঘাত ঘটল বাগডোগরা বিমানবন্দরে (Service Unavailable for 7 hours at Bagdogra Airport for Crack in Runway) । প্রায় সাত ঘণ্টা ধরে পরিষেবা বন্ধ ছিল বৃহস্পতিবার সকাল থেকে ৷ ফলে চূড়ান্ত সমস্যার সম্মুখীনের শিকার যাত্রী থেকে পর্যটকরা । এই নিয়ে গত এক মাসে চতুর্থবার রানওয়েতে ফাটলের কারণে বাতিল করা হল বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) বিমান পরিষেবা ।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে এদিন সকালে ফের রানওয়েতে ফাটলের সৃষ্টি হয় । যার ফলে বিমান পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ । এদিকে বারবার একই ঘটনা ঘটায় বিমানবন্দরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের একবার ফাটল ধরা পড়ে । ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড স্টাফরা । তাঁরা পর্যবেক্ষণে যান । গিয়ে দেখেন রানওয়েতে টানা বৃষ্টির কারণে একাধিক ফাটল রয়েছে । এরপরই খবর কর্তৃপক্ষকে জানিয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা ।

service unavailable for 7 hours at bagdogra airport for crack in runway
বাগডোগরা বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা

এদিন সকাল থেকে পাঁচটি বিমান বাতিল করা হয় । সকাল থেকে মাত্র একটি বিমান অবতরণ করে । তারপর দু’টি দিল্লি, একটি বিমান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয় । পাশাপাশি সমস্ত বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয় । কিন্তু ফাটল ধরা পড়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা । এদিকে পরিষেবা বন্ধ করায় বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভিড় লেগে যায় ৷ প্রসঙ্গত, 15 মার্চ এবং 23 মার্চ একইভাবে রানওয়েতে ফাটল ধরায় বিমান পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ । যদিও এদিন কর্তৃপক্ষ 11টার সময় পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেও তা হয়নি ।

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, সাত ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

এদিকে, 11 এপ্রিল থেকে 25 এপ্রিল রানওয়ে মেরামতের জন্য বন্ধ রাখার কথা বাগডোগরা বিমানবন্দর । মূলত, রানওয়ের উপর তৃতীয় অংশের কাজের জন্য ওই ক’দিন পরিষেবা বন্ধ রাখা হত বলে জানানো হয়েছিল । কিন্তু তার আগেই বারবার একই বিপত্তি ঘটছে । যার ফলে চূড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা । তবে রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে । মালবাজারের বাসিন্দা বিমানযাত্রী ইউনুস এক্কা বলেন, "বেঙ্গালুরু যেতাম । কেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে জানি না । আর কতক্ষণ বন্ধ থাকবে এখনও জানতে পারছি না । না হলে অন্য ব্যবস্থা করতে হবে ।"

আরও পড়ুন : Crack On Bagdogra Runway: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের ফাটল, বন্ধ বিমান পরিষেবা

Last Updated :Apr 7, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.