ETV Bharat / city

বৈকুণ্ঠপুরে সক্রিয় কাঠের চোরাচালান ?

author img

By

Published : Jun 5, 2020, 11:47 PM IST

Updated : Jun 24, 2020, 2:39 PM IST

প্রকাশ্য দিবালোকেই সাইকেল বোঝাই কাঠ নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গল থেকে । অভিযোগ, তবুও হেলদোল নেই বনদপ্তরের ।

Timber Smuggling
সাইকেল বোঝাই কাঠ নিয়ে চলছে চোরাচালান

শিলিগুড়ি, 5 জুন : শহর জুড়ে চলছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন । নানা অনুষ্ঠানের মাধ্যমে গাছ লাগানো হচ্ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় । কিন্তু শহর থেকে কিছুটা দূরে গেলেই দেখা মিলবে অন্য ছবির । প্রকাশ্যেই জঙ্গল থেকে গাছ কেটে পাচার করছেন চোরা কারবারিরা । দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে সকলের সামনে দিয়েই গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে । বিশ্ব পরিবেশ দিবসের দিনে এমনই ছবি ধরা পড়ল শিলিগুড়ি সংলগ্ন বনাঞ্চলে । বনদপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে ।

শিলিগুড়ি শহরের পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল । শহর লাগোয়া ওই বনাঞ্চলে গেলেই দেখা মিলবে অবাধে গাছ কাটার ছবি । প্রতিদিন জঙ্গল কেটে সাফ করা হচ্ছে । কাঠ নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যেই । সাইকেলে চাপিয়ে সকলের সামনেই সেই কাঠ নিয়ে যাওয়া হচ্ছে । প্রশ্ন করলে এক এক জনের মুখে এক এক রকমের সাফাই । কেউ বলছে, জ্বালানি হিসেবে ব্যবহারের জন্যই এই কাঠ সংগ্রহ করেছে তারা । আবার কারও দাবি, গাছ কাটা হয়নি, মাটিতে পড়ে থাকা গাছের ডাল সংগ্রহ করেছে তারা ।

বনদপ্তরের নাকের ডগায় কি বাড়ছে কাঠের চোরাচালান ?

যদিও সাইকেল বোঝাই ওই কাঠের স্তূপ দেখলেই বোঝা যাবে কুঠার দিয়ে কেটে নেওয়া হয়েছে গাছ । তবে স্বীকার করতে নারাজ কেউই । প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে চাইছে না বনদপ্তরও । তবে বনকর্মীদের একাংশের দাবি , বহু শূন্য পদ থাকায় বিস্তৃত বনাঞ্চল পাহারা দেওয়া অসম্ভব । এলাকার বাসিন্দারা যাতে জ্বালানি হিসেবে গাছ না কাটেন, সে-জন্য বহু পরিবারকে নানা প্রকল্পে জ্বালানি গ্যাসের সুবিধা দেওয়া হয়েছে । তবে তারপরেও গাছ কাটা আটকানো যায়নি । এ নিয়ে অবশ্য কথা বলতে চাননি বিভাগীয় আধিকারিকরা ।

Last Updated : Jun 24, 2020, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.