ETV Bharat / city

North Bengal Medical College গ্রেফতারির কোন নির্দেশিকা পাননি, দাবি উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারের

author img

By

Published : Aug 17, 2022, 9:15 PM IST

North Bengal Medical College
North Bengal Medical College

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College) সুপার সঞ্জয় মল্লিককে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ নিয়ে শুরু হয়েছে জলঘোলা। কোন নির্দেশিকাই পাননি বলে দাবি সুপারের । তড়িঘড়ি অভিযোগকারী মহিলার চিকিৎসার নথির খোঁজ শুরু ।

শিলিগুড়ি, 17 অগস্ট: দার্জিলিং জেলা আদালতের বিচারকের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার (North Bengal Medical College Superintendent) সঞ্জয় মল্লিককে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ নিয়ে শুরু হয়েছে জলঘোলা । বিষয়টি জানা মাত্রই অভিযোগকারী মহিলার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও নথি তড়িঘড়ি খুঁজতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । যদিও ওই বিষয় নিয়ে বিস্তর টানাপোড়েনের পর মুখ খুললেন সুপার সঞ্জয় মল্লিক ।

বুধবার তিনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না-করতে পারার জন্যই আদালত ওই নির্দেশ দিয়েছে । তবে আমাকে গ্রেফতারের কোন নির্দেশিকা আমি এখনও পাইনি । পাশাপাশি অভিযোগকারী ওই মহিলার চিকিৎসা সংক্রান্ত নথিও খোঁজা হচ্ছে । নির্দেশিকা পেলে সেইমতো পদক্ষেপ করব ।"

প্রসঙ্গত, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বাসিন্দা জয়া বর্মন চলতি বছরের মে মাসে স্বামী নবদ্বীপ বর্মন ও তাঁর পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন । শ্বশুরবাড়ির মারধর ও নির্যাতনের কারণে ওই বধূর গর্ভে থাকা সন্তান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় । এরপর ওই বধূ অভিযোগ দায়ের করলে আদালত তাঁর চিকিৎসা সংক্রান্ত নথি তদন্তকারী পুলিশ অফিসারকে জমা করতে বলেন ।

গ্রেফতারি নিয়ে মুখ খুললেন সুপার সঞ্জয় মল্লিক

এরপর ওই পুলিশ আধিকারিক একাধিকবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেই সংক্রান্ত নথি চাইলেও কর্তৃপক্ষ তা দেয়নি । প্রায় দেড় মাস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সাড়া না-মেলায় ক্ষোভ প্রকাশ করেন দার্জিলিং জেলা আদালতের বিচারক দেবপ্রসাদ নাগ । তিনি ওই মহিলার মেডিক্যালে হওয়া চিকিৎসার নথি দ্রুত আদালতে জমা করার নির্দেশ দেন সুপারকে । কিন্তু আদালতের নির্দেশ গ্রাহ্য না-করায় হাসপাতালের সুপারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি (District Court Orders to Arrest Superintendent of North Bengal Medical College) । পাশাপাশি এসিপি মণীশ যাদবকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারকে গ্রেফতারের নির্দেশ জেলা আদালতের

জানা গিয়েছে, 9 সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগে সুপারকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.