ETV Bharat / city

হরিয়ানায় আটকে রায়গঞ্জের কয়েক'শ শ্রমিক , ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীর কাছে

author img

By

Published : May 4, 2020, 4:38 PM IST

migrant labours from raigunj stuck in hariyana pleaded to cm for relief
হরিয়ানায় আটকে রায়গঞ্জের কয়েক'শ শ্রমিক , ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীর কাছে

হরিয়ানার গঙ্গানগরে আটকে রয়েছেন রায়গঞ্জ ভাটোলের কয়েক'শ শ্রমিক । লকডাউনের জেরে ফিরতে পারছেন না তাঁরা । অন্যদিকে, অর্থাভাব ও অর্ধাহারে দিন কাটছে । বাড়ি ফিরতে চাইছেন ৷ তাঁরা চান, ফেরাতে উদ্যোগী হোক রাজ্য সরকার ।

রায়গঞ্জ, 4 মে : হরিয়ানার গঙ্গানগরে আটকে রয়েছেন রায়গঞ্জ ভাটোলের কয়েক'শ শ্রমিক । লকডাউনের জেরে ফিরতে পারছেন না । অন্যদিকে, অর্থাভাব ও অর্ধাহারে দিন কাটছে তাঁদের । এবার বাড়ি ফিরতে চাইছেন ৷ তাঁরা চান, ফেরাতে উদ্যোগী হোক রাজ্য সরকার । এনিয়ে ETV ভারতের দ্বারস্থ হয়েছেন সকলে ।

রায়গঞ্জের ভাটোল থেকে প্রতি বছর বিভিন্ন রাজ্যে কাজ করতে যান শ্রমিকেরা । ভাটোল গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রমিকদের অনেকেই হরিয়ানায় প্লাইমিলে কাজে গেছিলেন ৷ কিন্তু লকডাউন শুরু হতেই প্লাইমিলগুলি জানিয়ে দেয় বেতন দিতে পারবে না । এই পরিস্থিতিতে আটকে পড়েন প্রায় 150 শ্রমিক । যে এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন সেই এলাকাতেও ঘর ভাড়া চেয়ে চাপ দিতে শুরু করেছেন বাড়ির মালিক ।

শ্রমিকদের তরফে মুফারুজ্জামান ফোনে জানান, " অত্যন্ত দুরবস্থার মধ্যে আছি । খাবার পাচ্ছি না । দুবেলা সামান্য ভাতটুকুও জুটছে না । কাজ নেই । বেতন নেই । এই পরিস্থিতিতে আটকে আছি । ঘরেও ফিরতে পারছি না । আমরা চাই আমাদের ফেরাতে উদ্যোগী হোক রাজ্যের সরকার । আমরা 150 জন গঙ্গানগর এলাকায় আছি । এছাড়াও আরও কয়েক'শ শ্রমিক আশেপাশের এলাকায় আটকে আছেন । " অন্য এক শ্রমিক শওকত আলি বলেন, ETV ভারতের কাছে আমাদের আবেদন, " এই আর্তি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন । আমরা ফিরতে চাইছি । বাড়িতে স্ত্রী ও পরিবার নিয়ে আটকে রয়েছেন সকলে । আশা রাখছি সরকার কিছু একটা করবে । কিন্তু এভাবে আর কতদিন আটকে থাকব ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.