ETV Bharat / city

Jagdeep Dhankhar on KK Death : কেকে'র মৃত্যুতে নজরুল মঞ্চের অব্যবস্থাকে দায়ী করলেন রাজ্যপাল

author img

By

Published : Jun 4, 2022, 3:35 PM IST

Governor blamed mismanagement of Nazrul Mancha for KK death
Jagdeep Dhankhar

কেকে'র মৃত্যুতে অব্যবস্থার অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআরপিসি ও আইপিসি ধারা অনুযায়ী পদক্ষেপের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ।

শিলিগুড়ি, 4 জুন : কেকে'র মৃত্যুতে এবার রাজ্যকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। অভিযোগ তুললেন চূড়ান্ত অব্যবস্থার (Governor blamed mismanagement of Nazrul Mancha for KK death)৷ পাশাপাশি বিচারপতিকে আক্রমণ প্রসঙ্গে ফের একবার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি । শনিবার পাহাড় সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে সস্ত্রীক রওনা দেন রাজ্যপাল ।

দার্জিলিং রাজভবন থেকে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল । সেখান থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি । এদিন বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "খুবই বেদনাদায়ক ঘটনা । আমাকে অনেকে ওইদিনের একাধিক ভিডিও পাঠিয়েছে । আমি সেগুলো দেখেছি । আমি খুবই ব্যাথিত । এর থেকে চূড়ান্ত অব্যবস্থা হতে পারে না ৷ এর থেকে বড় প্রশাসনিক ব্যর্থতা হতে পারে না । আমরা যদি ওই বিষয় যাচাই করি, যে বিষয়গুলি সেদিন মেনে চলা উচিৎ ছিল । যদি ভীড় নিয়ন্ত্রণ করা হত, সংকটের সময় প্রতিকারমূলক পদক্ষেপ করা উচিৎ ছিল । কিন্তু সব ব্যর্থ হয়েছে । এসব মানা যায় না। যাদের তদারকি করার কথা ছিল, তাদের কড়াভাবে জবাবদিহি করতে হবে ।"

আরও পড়ুন : KK Death Issue : অতিরিক্ত ভিড়ের কারণে কেকে'র মৃত্যু মানতে নারাজ লালবাজার

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন রাজ্যপাল । সম্প্রতি হলদিয়ায় একটি জনসভায় হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল সাংসদ। সেই বিষয়ে এর আগেও কড়া আক্রমণ করতে দেখা গিয়েছিল রাজ্যপালকে । এদিন ফের একবার ওই বিষয়ে সরব হন তিনি ।

কেকে-র মৃত্যুতে অব্যবস্থার অভিযোগ তুললেন রাজ্যপাল

এদিন তিনি বলেন, "গোটা রাজ্য ওই বিষয়টি দেখছে । যারা বুক পিটিয়ে বলছেন সত্যের ক্ষমতা তাদের এবার সত্যের সামনাসামনি হতে হবে । বুক পিটিয়ে কেউ বলছে, আমি ওই কথা এক হাজার বার বলব । আমি গোটা ভাষণ যাচাই করেছি । এটা একটা নিন্দনীয় আক্রমণ, নির্দিষ্ট একজন বিচারপতিকে, যে কি না দেশের সবথেকে বড় দুর্নীতি পরায়ণ চাকরি নিয়োগের খোলাসা করেছে । কাদের চাকরি দেওয়া হয়েছে, যারা মেরিট লিস্টে ছিল না, যারা পরীক্ষাই দেয়নি । শুধু মাত্র ভাই, ভাইপোর খাতিরে চাকরি দেওয়া হয়েছে । এমন পরিস্থিতিতে একটি জনসভায় ওই ধরণের মন্তব্য করা কোনভাবেই উচিৎ নয় । আর আদালতের রায়ের পর সেটিকে নিয়ে উল্লাস করাটা ভুল ধারণা । আমি মুখ্যসচিব-সহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি সিআরপিসি ও আইপিসি ধারা অনুযায়ী পদক্ষেপ করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.