ETV Bharat / state

KK Death Issue : অতিরিক্ত ভিড়ের কারণে কেকে'র মৃত্যু মানতে নারাজ লালবাজার

author img

By

Published : Jun 3, 2022, 10:36 PM IST

Updated : Jun 4, 2022, 7:34 AM IST

নজরুল মঞ্চে অনুষ্ঠিত গুরুদাস কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের জেরে সংগীতশিল্পী কেকে'র মৃত্যুর তত্ত্ব খারিজ করে দিল লালবাজার (KK Death Issue)৷ শুক্রবার নগরপাল বিনীত গোয়েল জানান, হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে কেকে'র, অতিরিক্ত ভিড়ের কারণে নয় ৷

kk
কেকে-র সেদিনের অনুষ্ঠানে ভিড়

কলকাতা, 3 জুন : নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড়ের ফলে সংগীত শিল্পী কেকে-র মৃত্যুর তত্ত্ব উড়িয়ে দিল লালবাজার (CP of Kolkata Vineet Goyal reactions about singer KK death)। প্রথম থেকেই কেকে-র মৃত্যুতে মাত্রাতিরিক্ত ভিড়কেই দুষেছেন বেশিরভাগ মানুষ ৷ তাঁদের মতে, নজরুল মঞ্চে যে সংখ্যক মানুষ বসতে পারে তার থেকে অতিরিক্ত মানুষ ঢুকে পড়ায় অক্সিজেনের মাত্রা কমে যায় ।

কিন্তু শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের নগরপাল বিনিত গোয়েল বলেন, "নির্দিষ্ট সংখ্যার তুলনায় কিছু অতিরিক্ত মানুষের ভিড় হয়েছিল এটা ঠিক । কিন্তু নজরুল মঞ্চে যেখানে ঘটনাটি ঘটে সেখানে আরও অনেক লোক থাকলেও অক্সিজেনের মাত্রা কম হতে পারে না । সংগীত শিল্পীর মৃত্যু হয়েছে হৃদরোগের কারণে । কিন্তু কেকে-র যে হৃদজনিত সমস্যা রয়েছে তা তাঁর 18 বছর ধরে একসঙ্গে কাজ করা ম্যানেজারও জানতেন না । ফলে গোটা ঘটনাটি পুলিশের জানা ছিল না ।"

আরও পড়ুন : Notice to Kolkata CP : কে কে-র মৃত্যু নিয়ে কলকাতার নগরপালকে আইনি নোটিস

আর এসি চলার বিষয়ে তাঁর বক্তব্য, এই বিষয় কেএমডি-এর সঙ্গে কথা বলে জানা গিয়েছে এসি চলছিল অনবরত । ফলে এই তত্ত্বটি ভুল । পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে একাধিক ছবি তুলে ধরে দাবি করা হচ্ছে কেকে বারবার ঘাম মুছছেন । এই ঘটনায় লালবাজারের দাবি কলকাতায় কেকে-র দুটি অনুষ্ঠান ছিল । যে ভিডিয়োয় কেকে-কে দেখা যাচ্ছে ঘাম মুছতে দেখা গিয়েছে তা দুর্ঘটনার আগের দিনের । সেটি তার শেষ ভিডিয়ো নয় ।

কেকে-র মৃত্যু প্রসঙ্গে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের বক্তব্য
তবে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ এবার থেকে শহরে কোনও অনুষ্ঠান হলে আগে থেকে লালবাজারের অনুমতি নিতে হবে এবং আসন সংখ্যার বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে লালবাজার সূত্রের খবর ।

আরও পড়ুন : KK Demise : ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল... ভক্তদের কাঁদিয়ে তিলোত্তমা ছাড়ল কেকে'র নিথর দেহ

Last Updated :Jun 4, 2022, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.