ETV Bharat / city

India-Nepal Bus Service: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

author img

By

Published : Jul 6, 2022, 7:46 PM IST

Firhad Hakim inaugurated India Nepal Bus Service in siliguri
India-Nepal Bus Service: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

শিলিগুড়ি থেকে ভারত-নেপাল সরাসরি বাস পরিষেবা (India-Nepal Bus Service) শুরু হয়ে গেল ৷ বুধবার এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

শিলিগুড়ি, 6 জুলাই: শিলিগুড়ি থেকে ভারত-নেপাল সরাসরি বাস পরিষেবা (India-Nepal Bus Service) শুরু হল ৷ সৌজন্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (North Bengal State Transport Corporation) বা এনবিএসটিসি (NBSTC) ৷ বুধবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ অন্যরা ৷

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আপাতত সপ্তাহে তিনদিন সোম, বুধ এবং শুক্রবার এই পরিষেবা পাওয়া যাবে ৷ প্রাথমিকভাবে নিগমের দু'টি বাস ভারত-নেপাল রুটে যাতায়াত করবে ৷ এক-একটি বাসে একসঙ্গে সর্বাধিক 40 জন যাত্রী সওয়ার হতে পারবেন ৷ বাতানুকূল এই বাসে চড়তে গেলে আগে থেকে রিজার্ভেশন করাতে হবে ৷ মাথাপিছু টিকিটের দাম 1 হাজার 500 টাকা ৷ দুপুর তিনটে থেকে শুরু হবে সফর ৷ গোটা বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে ৷

আরও পড়ুন: Firhad Criticises Governor and BJP: রাজ্যপাল ও শুভেন্দুকে একযোগে কটাক্ষ ফিরহাদের

গত 16 জুন থেকেই এই পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে, 22 জুন সফর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, ফের তারিখ বদলে অবশেষে বুধবার থেকে শুরু হয় পরিষেবা ৷ শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে ছাড়ার পর পানিট্যাঙ্কি কাস্টমসে এসে দাঁড়াবে বাসটি ৷ সেখান থেকে যাবে কাঁকড়ভিটা কাস্টমসে ৷ এরপর চা-বিরতির জন্য কোশি, রাতের খাওয়া-দাওয়া সারার জন্য লাল গাদ এবং পরদিন সকালের চা বিরতির জন্য ধারকে দাঁড়াবে বাসটি ৷ সব শেষে পৌঁছবে অন্তিম গন্তব্য কাঠমাণ্ডুর স্বয়ম্ভু বাসস্ট্যান্ডে ৷

দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷

এদিন এই পরিষেবার উদ্বোধন করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা চাই উত্তরবঙ্গের পর্যটন আরও উন্নত হোক ৷ এই ধরনের পরিষেবায় পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন ৷" নেপালের টুর অপারেটর ভরত তিমিরচিনা বলেন, "প্রতিদিন প্রচুর মানুষ নেপাল থেকে ভারতে আসেন ৷ আবার ভারত থেকে নেপালেও যান অনেকে ৷ সরাসরি বাস পেলে তাঁদের যাতায়াতের সুবিধা হবে ৷ নেপালের বাসিন্দা টি ডি শেরপা বলেন, "আগে অনেক কষ্ট হত ৷ মাঝে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে হত ৷ এবার থেকে আর সেই অসুবিধা থাকবে না ৷" হলদিবাড়ির বাসিন্দা গৌতম ভট্টাচার্য বলেন, "এই বাসটি এর আগে একাধিকবার চালু হওয়ার কথা হয়েছিল ৷ অবশেষে এদিন থেকে চালু হল ৷ খুব ভালো হল ৷ মানুষের অনেক সুবিধা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.