ETV Bharat / city

ডেঙ্গুর আঁতুরঘর শিলিগুড়ি!

author img

By

Published : Jun 4, 2021, 5:25 PM IST

করোনা ও ব্ল্যাক ফাংগাসের পর এবার ডেঙ্গুর প্রকোপ শিলিগুড়িতে ৷ পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডের প্রায় 50 হাজারের বেশি জায়গায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে ৷ তারপরেই তড়িঘড়ি পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নেমেছে শিলিগুড়ির প্রশাসনিক বোর্ড ৷

dengue-larvae-were-found-in-siliguri-municipal-corporation-area
ডেঙ্গুর আঁতুরঘর শিলিগুড়ি!

শিলিগুড়ি, 4 জুন : করোনা আর ব্ল্যাক ফাংগাসের মাঝেই শিলিগুড়িতে ডেঙ্গুর আতঙ্ক । শহরের প্রায় পঞ্চাশ হাজার জায়গায় মিলেছে জমাজল ও মশার লার্ভা । একপ্রকার ডেঙ্গুর আঁতুরঘর হয়ে উঠেছে শিলিগুড়ি ৷ আর এই খবর সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছে শিলিগুড়ির বাসিন্দারা । সে জন্য ডেঙ্গু মোকাবিলায় আগেভাগেই শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষকে সতর্ক করল রাজ্য সরকার ।

সম্প্রতি শিলিগুড়ি পৌর এলাকার 29 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি করোনার সঙ্গে ডেঙ্গুতেও আক্রান্ত হন । করোনার সঙ্গে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার চিকিৎসায় যথেষ্ট জটিলতা দেখা দেয় । বিষয়টি নজরে আসতেই শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গুর বিরুদ্ধে ময়দানে নেমেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এবং স্বাস্থ্য বিভাগ । শিলিগুড়ি পৌরনিগমের এলাকায় এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে করোনায় আট থেকে দশ জনের মৃত্যু হচ্ছে । পাশাপাশি ব্ল্যাক ফাংগাসে 24 ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে । এরই মাঝে ডেঙ্গুর প্রকোপ স্বাস্থ্য পরিকাঠামো আরও খারাপ করে দিতে পারে ৷

ডেঙ্গুর আঁতুরঘর শিলিগুড়ি!

আরও পড়ুন : শিলিগুড়ির যানজটের সমস্যা মেটাতে উদ্যোগ পৌরনিগমের প্রশাসক বোর্ডের

তাই আগে থেকে ডেঙ্গু মোকাবিলায় কোমর বেঁধে নামতে চলেছে শিলিগুড়ি পৌরনিগম । ইতিমধ্যে শিলিগুড়ি পৌরনিগমের 134টি ভেক্টর কন্ট্রোল টিম প্রথম ধাপের সার্ভে শেষ করেছে । চলতি সপ্তাহে আরও একবার সার্ভে করবে ভেক্টর কন্ট্রোল টিম । 402 জনের একটি টিম তৈরি করা হয়েছে ৷ তাঁরা পৌর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করবে । ইতিমধ্যে প্রথমধাপে 388 জনের জ্বরের খবর পাওয়া গেছে ৷ সার্ভেতে ধরা পড়েছে, শহরের 9 হাজার 522টি বাড়িতে এবং 12 হাজার 383টি বাড়ির বাইরে জমা জলে মশার লার্ভা পাওয়া গেছে । এছাড়াও 53 হাজার 579টি জায়গায় মশার লার্ভা পাওয়া গেছে শিলিগুড়িতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.