ETV Bharat / city

বদলাল সফরসূচি, উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Jan 31, 2021, 6:41 PM IST

CM Mamata Banerjee will inaugurate North Bengal Festival
CM Mamata Banerjee will inaugurate North Bengal Festival

উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে উত্তরের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গরত্ন প্রদান ও কৃতি পড়ুয়াদের আর্থিক সাহায্য দান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

শিলিগুড়ি, 31 জানুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের সফরসূচিতে পরিবর্তন হল ৷ শেষ পর্যন্ত উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করত চলেছেন মুখ্যমন্ত্রী । রবিবার একথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সোজা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে আসবেন ৷ আনুষ্ঠানিক সূচনা করবেন উত্তরবঙ্গ উৎসবের । রবিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর পরিবর্তিত সফরসূচির কথা জানান পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ আগে নির্ধারতি হয়েছিল বিমানবন্দর থেকে ফালাকাটার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী । এদিকে রবিবার মুখ্যমন্ত্রীর সফরসূচি বদল হওয়ার পরেই তড়িঘড়ি বৈঠকে বসেন পুলিশ ও অন্য প্রশাসনিক আধিকারিকরা । বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক শশাঙ্ক শেঠি, অতিরিক্ত জেলাশাসক সুমন্ত সহায়, মহকুমাশাসক প্রিয়দর্শিনী এস, শিলিগুড়ির পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং প্রমুখ ।

মুখ্যমন্ত্রীর পরিবর্তিত সফরসূচির কথা জানালেন গৌতম দেব ৷

আরও পড়ুন: 1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার

জানা গিয়েছে, আগামীকাল দুপুর 2.10 মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই যাবেন বাঘাযতীন পার্ক ময়দানে । উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠানে উত্তরের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গরত্ন প্রদান ও কৃতি পড়ুয়াদের আর্থিক সাহায্য দান করবেন তিনি । সেখান থেকে যাবেন জয়ী সেতু এবং গজলডোবার ওভারব্রিজের উদ্বোধনে ৷ এছাড়াও একটি সিমেন্ট কপ্মানির কারখানার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর । এরপর রাতে উত্তরকন্যার কন্যাশ্রীতে বিশ্রাম নেবেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার দুপুরে ফুলবাড়ির ডাবগ্রাম পুলিশ লাইন থেকে হেলিকপ্টারে ফালাকাটা উড়ে যাবেন মুখ্যমন্ত্রী । সেখানে দুপুরে রয়েছে গণবিবাহ অনুষ্ঠান ও সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান । ফালাকাটায় মালঙ্গীতে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । বুধবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর দলীয় জনসভা রয়েছে । জনসভা থেকে হেলিকপ্টারে ডাবগ্রাম পুলিশ লাইনে ফিরে আসবেন । কন্যাশ্রীতে রাত্রীযাপন করবেন ।

পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের বিমানে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.