ETV Bharat / city

"দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন ?" হাথরস ইশুতে সরব মমতা

author img

By

Published : Oct 1, 2020, 5:52 PM IST

Updated : Oct 1, 2020, 6:10 PM IST

উত্তরপ্রদেশে গণধর্ষণ হল । তারপর মৃতদেহ জ্বালিয়ে দিল ওরা । পুলিশ পদক্ষেপ করুক। দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, 1 অক্টোবর : উত্তরপ্রদেশে দলিত যুবতিকে ধর্ষণ এবং তারপর নির্যাতিতার মৃত্যুর ঘটনা নিয়ে শিলিগুড়িতে প্রকাশ্য মঞ্চ থেকে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফরে এসে প্রশাসনিক বৈঠক সেরে আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী । তার আগে ডাবগ্রাম ফুলবাড়িতে পথশ্রী প্রকল্পের সূচনা করতে গিয়ে দলিত যুবতিকে ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, "দেশজুড়ে দলিতের উপর অত্যাচার হচ্ছে । দলিতরা এখন কাঁদছে । ভোট এলে বাইরে থেকে খাবার এনে দলিতের ঘরে বসে ওরা খাবার খায় । আর এখন দলিতের উপর অত্যাচার করছে । "

মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশে গণধর্ষণ হল । তারপর মৃতদেহ জ্বালিয়ে দিল ওরা । পুলিশ পদক্ষেপ করুক। দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন । শুধু দলিত নয়, সংখ্যালঘু আদিবাসী, রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে । ভোট এলেই রাজবংশীদের দাবির কথা বলে ওরা । কিন্তু পরে সব ভুলে যায় । উত্তরবঙ্গে বন্ধ সাতটি চা বাগান খুলে দেবে বলেছিল । কিছুই খোলেনি । আমরা যা বলি তা করে দেখাই । আমাদের কথার দাম বেশি । যার কথার দাম নেই তাকে মানুষ বলে মনে করি না ।"

আরও পড়ুন : বর্বরোচিত ও লজ্জাজনক ঘটনার নিন্দার কোনও ভাষা নেই, হাথরস গণধর্ষণে প্রতিক্রিয়া মমতার

পরিবারের অনুপস্থিতিতেই গতকাল হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে । এই বিষয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে টুইটারেও সরব হন । লেখেন , " বর্বরোচিত ও লজ্জাজনক ঘটনার নিন্দার জন্য মুখে কোনও ভাষা নেই । তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল । পরিবারের অনুপস্থিতিতে ওই যুবতির শেষকৃত্য আরও লজ্জাজনক । ভোটের জন্য যারা স্লোগান ও মিথ্যা প্রতিশ্রুতি দেয় , তাদের মুখোশ খুলে গেছে । "

Last Updated : Oct 1, 2020, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.