ETV Bharat / city

Sevoke Landslide : সেবকে ধসে চাপা পড়ে মৃত্যু সেনা জওয়ানের

author img

By

Published : Aug 12, 2021, 8:52 PM IST

বৃহস্পতিবার সকালে সেবকে ধসে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ তিনি গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন ৷ টানা বৃষ্টিতে এদিন ধস নামে ৷ বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক ৷ ধসে একটি গাড়ির উপরে পাথর পড়ে জখম হন দুই ব্যক্তি ৷ তার মধ্যেই একজন এই সেনা জওয়ান ৷

সেবকের ধসে মৃত্যু হল এক সেনা জওয়ানের
সেবকের ধসে মৃত্যু হল এক সেনা জওয়ানের

দার্জিলিং, 12 অগস্ট : ধসে চাপা পড়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রিঞ্চেন তামাং (24) সেনা বাহিনীর গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন । বাড়ি পশ্চিম সিকিমের সোরেংয়ে । ছুটিতে বাড়ি ফিরছিলেন । বাড়ি ফেরার রাস্তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ৷

বুধবার রাত থেকে পাহাড়ে টানা বৃষ্টির জেরে সকালে সেবক ও কালিঝোরার মাঝে হাতিশুঁড় এলাকায় বড়সড় ধসের ঘটনা ঘটেছে । 10 নম্বর জাতীয় সড়কে ধস পড়ায় বন্ধ হয়ে যায় সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা । সেই সময় জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো । আচমকা সেই অটোর উপর ধসের একটি বড় পাথরের চাঁই ভেঙে পড়ে । ধসের নিচে চাপা পড়ে যান রিঞ্চেন লামা ও গাড়ির চালক গণেশ বর্মণ ।

বৃহস্পতিবার সকালে সেবকের ধসে মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷

স্থানীয়রা জখমদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে ঘণ্টাখানেক চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় সেনা জওয়ানের । হাসপাতাল সূত্রে জানা যায়, পাথরের আঘাতে রিঞ্চেন লামার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল । অতিরিক্ত রক্তপাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : Landslide in National Highway : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.