ETV Bharat / city

শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

author img

By

Published : Jun 2, 2021, 1:33 PM IST

শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার ৷ তাঁর চোখ, চোয়াল, গাল ও কপালের বড় অংশে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷ গত 24 মে তাঁর অস্ত্রোপচার হয় ৷ আজ সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷

a post covid patient die in black fungus or mucrormycosis infection in siliguri
শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

শিলিগুড়ি, 2 জুন : ব্ল্যাক ফাংগাস বা মিইউকরমাইকোসিসে প্রথম মৃত্যু শিলিগুড়িতে । সেপ্টিসেমিয়ায় মৃত্যু হল ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত মহিলার ৷ তিনি করোনা হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন ৷ ব্ল্যাক ফাংগাসে মৃত্যুর খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । মঙ্গলবার মাঝরাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয় ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গায়েত্রী পাসওয়ান, বয়স 49 বছর । তিনি শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের প্রধান নগরের বাসিন্দা । ওই মহিলা গত 22 মে ব্ল্যাক ফাংগাস সংক্রমণের উপসর্গ ধরা পড়ে তাঁর হন। এর পর 23 মে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । 24 মে শারীরিক পরীক্ষায় ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ নিয়ে নিশ্চিত হন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, তাঁর মাথার অধিকাংশ অংশেই ফাংগাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷

আরও পড়ুন :কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস

মহিলার প্রাণ বাঁচাতে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ৷ যেখানে ইএনটি, অপথালমোলজি, নিউরো সার্জন এবং অ্যানেসথেশিয়ার বিশেষজ্ঞরা ছিলেন ৷ ব্ল্যাক ফাংগাসের সংক্রমণের জেরে মহিলার উপরের চোয়ার, ডান চোখ, কপাল ও গালের একটি অংশ বাদ দিতে হয়েছে ৷ তবে, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না বলেই জানিয়েছেন চিকিৎকরা ৷ পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল ৷ টানা 9 দিন লড়াই করার পর আজ সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.