ETV Bharat / city

Postpone Polio Vaccination Camp: মালদায় নির্বাচনী গেরোয় পিছিয়ে গেল পোলিও টিকাকরণ

author img

By

Published : Feb 11, 2022, 4:44 PM IST

27 ফেব্রুয়ারি মালদার দুই পৌরসভায় নির্বাচন। তাই 27 ফেব্রুয়ারির পরিবর্তে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পোলিও খাওয়ানোর কাজ (Postpone Polio Vaccination Camp)। ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌর এলাকায় চলবে এই টিকাকরণ কর্মসূচি।

malda
Postpone Polio Vaccination Camp

মালদা, 11 ফেব্রুয়ারি: আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে পৌরনির্বাচন। 27 ফেব্রুয়ারি মালদার দুই পৌর এলাকায় নির্বাচন। এই পৌরনির্বাচনের জেরেই পিছিয়ে গেল মালদার শিশুদের পালস পোলিও টিকাকরণ কর্মসূচি (Postpone Polio Vaccination Camp) । 28 ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি । শুক্রবার এমনটাই জানিয়েছে মালদা জেলা স্বাস্থ্য দফতর ।

এই প্রসঙ্গেই মালদার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী বলেন, "প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে শুরু হচ্ছে পালস পোলিও কর্মসূচি । 27 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলার কথা ছিল । কিন্তু নির্বাচনের কারণে একদিন পিছিয়ে গেল এই প্রক্রিয়া । 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পোলিও কর্মসূচি ।’’ এই বছর পাঁচ বছরের নীচে থাকা 5 লক্ষ 60 হাজার 578 জন শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কোভিডের কথা ভেবে চলতি বছরে পোলিও বুথ করা হয়নি মালদায় । স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়ে শিশুদের পোলিও খাওয়াবেন (Polio Vaccination Camp) ।

আরও পড়ুন: Corona Update in India : দেশে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যু

স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী আরও উল্লেখ করেন, এই বছর মালদায় 3 হাজার 742টি দল পোলিও খাওয়ানোর কাজ করবে । এই দলে আশাকর্মীরাও থাকবেন । বাসস্ট্যান্ড, রেল স্টেশনের মতো 133টি জায়গায় এই কর্মসূচি চলবে । টিমের সদস্যরা পথচলতি শিশুদের পোলিও খাওয়াবেন।

প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা পৌরনির্বাচনের কাজে নিযুক্ত হবেন। প্রতিটি নির্বাচনী বুথে থাকবেন স্বাস্থ্যকর্মীরা । কোভিডবিধি মেনে হবে নির্বাচন । প্রয়োজন অনুযায়ী স্যানিটাইজার ও মাস্ক বিলি করবেন তাঁরা । থার্মাল গানের মাধ্যমে ভোটারদের শরীরের তাপমাত্রা নেবেন । বুথের দু’মিটারের দূরত্ববিধিও তাঁরা খতিয়ে দেখবেন । জেলাশাসকের দফতর থেকে নির্দেশিকা এলেই নির্বাচনী কাজে লেগে পড়বেন স্বাস্থ্যকর্মীরা । তবে ৷যে সব স্বাস্থ্যকর্মীদের কোভিডের দু‘টি ডোজের টিকা নেওয়া আছে, তাঁরাই নির্বাচনী কাজে যুক্ত হতে পারবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.