ETV Bharat / city

Police Constable Slaps Doctor : মালদা মেডিক্যাল কলেেজে চিকিৎসককে চড় মারার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে

author img

By

Published : Feb 9, 2022, 6:55 PM IST

Police Constable Slaps Doctor in Malda Medical College and Hospital
Police Constable Slaps Doctor in Malda Medical College and Hospital

মালদা মেডিক্যাল কলেজে এক চিকিৎসককে চড় মারার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে (Police Constable Slaps Doctor) ৷ আউটডোর থেকে হাসপাতালে রোগী দেখতে যাওয়ার সময় গেটের সামনে তাঁকে ওই পুলিশকর্মী চড় মারেন বলে অভিযোগ ৷ প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা (Doctor Agitation in Malda Medical College) ৷

মালদা, 9 ফেব্রুয়ারি : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকে চড় মারার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে (Police Constable Slaps Doctor) ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্তরে ৷ ওই পুলিশকর্মীকে আটকে রেখে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান কর্তব্যরত চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মী নিজের ভুল স্বীকার করেছেন ৷ ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মেডিক্যাল কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঘটনায় জেরে বেশ কিছুক্ষণের জন্য আউটডোরের পরিষেবা ব্যহত হয় বলেও অভিযোগ উঠেছে (Doctor Agitation in Malda Medical College) ৷ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে চিকিৎসকরা বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, আজ মালদা মেডিক্যালের আউটডোরে ডিউটি ছিল চিকিৎসক সৌভিক সাহার ৷ দুপুরে হাসপাতাল থেকে কল আসায় তিনি আউটডোর থেকে হাসপাতালে আসছিলেন ৷ সেই সময় মালদা জেলা সংশোধনাগার থেকে আসামিদের শারীরিক পরীক্ষার জন্য মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল ৷ গাড়ি থেকে আসামিদের নামানোর সময় পুলিশকর্মীরা ওই জায়গা থেকে সবাইকে সরিয়ে দিচ্ছিলেন। ঠিক তখনই সেখান দিয়ে হাসপাতালে ঢুকছিলেন সৌভিকবাবু ৷ অভিযোগ তখন এক পুলিশকর্মী তাঁকে চড় মারেন ৷

আরও পড়ুন : Teachers Agitaion in Malda : বেতন দিচ্ছে না বেসরকারি সংস্থা, বিক্ষোভ বৃত্তিমূলক বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদের

সৌভিকবাবু অভিযোগ করেছেন, “আমি আউটডোরে রোগী দেখছিলাম ৷ তখন হাসপাতাল থেকে এক জুনিয়র ফোন করে এক রোগীকে দেখার জন্য ডাকে ৷ আমি রোগী দেখার জন্য হাসপাতালে ঢুকতে গেলে এক পুলিশকর্মী গেটে আমাকে ধাক্কা মারেন ৷ আমি ঘুরে তাকাই ৷ কিছু বলার আগেই তিনি আমার গালে সপাটে চড় কষিয়ে দেন ৷ আমার গালে পাঁচ আঙুলের দাগ বসে যায় ৷ আমার সঙ্গে ওই পুলিশকর্মী কোনও কথাই বলেননি ৷ আজ আমি 24 ঘণ্টা ডিউটি করছি ৷ তার পর এভাবে পুলিশের চড় মেনে নিতে পারছি না ৷ 15 দিন আগে পুলিশ ও সিভিককর্মীরা হাসপাতালের ভিতরে ঢুকে একজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে মারধর করেছিলেন ৷ এখানে পুলিশের দাদাগিরি চলছে ৷ হাসপাতালে পুলিশ রাখা হয় আমাদের নিরাপত্তার জন্য ৷ কিন্তু, সেই পুলিশই যদি আমাদের উপর চড়াও হয়, তবে আমরা কীভাবে কাজ করব ? এ ভাবে আমরা কাজ করতে পারব না ৷”

মালদা মেডিক্যাল কলেেজে চিকিৎসককে চড় মারার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে

আরও পড়ুন : Teacher Transfer in Murshidabad : দুই শিক্ষিকার বদলি, স্কুল বন্ধের আশঙ্কায় অভিভাবকরা

অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাম রায় অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তাঁর বক্তব্য, “আমি চারজন আসামি নিয়ে মেডিক্যালে এসেছিলাম ৷ তাঁদের মধ্যে বাংলাদেশি আসামিও ছিল ৷ আসামি নিয়ে আসার সময় সবাইকে আমি সরে যেতে বলি ৷ কোনও কারণে আসামি পালিয়ে গেলে, তার দায় আমার উপর বর্তাবে ৷ ওই চিকিৎসককেও আসামিদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল ৷ আসামি নিজেরাও বলেছে ৷ কিন্তু, তিনি আসামিদের সঙ্গে মস্তানি করতে শুরু করেন ৷ আমি তাঁকে চিনতে না পেরে তাঁর গালে একটি চড় কষিয়ে দিই ।”

এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ঘিরে ধরে মেডিক্যাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকরা ৷ মূলত জুনিয়র চিকিৎসকরাই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের সাফ কথা, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন ৷ এদিকে ঘটনার খবর পেয়ে মেডিক্যাল কলেজে ইংরেজবাজার থানার পুলিশবাহিনী পৌঁছয় ৷ উপস্থিত পুলিশকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ ফের শুরু হয় আউটডোর পরিষেবা ৷

যদিও পরে নিজের কৃতকর্মের জন্য মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকর্তাদের উপস্থিতিতে সৌভিকবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন পুলিশকর্মী রাম রায় ৷ মেডিক্যালের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা জানান, “ঘটনাটি নজরে আসামাত্র আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলাম ৷ আলোচনায় চিকিৎসকরাও ছিলেন ৷ একটা ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছিল ৷ এক বাংলাদেশি আসামি নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই পুলিশকর্মী নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ৷ তিনি খানিকটা অসুস্থও রয়েছেন ৷ তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷’’ তবে আলোচনায় উপস্থিত ডিএসপি (সদর) প্রশান্ত দেবনাথ এ নিয়ে কিছু বলতে চাননি ৷ তিনি শুধু জানান, আলোচনায় গোটা বিষয়টি মিটে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.