ETV Bharat / city

Malda Fake Police : পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা

author img

By

Published : Aug 22, 2021, 1:07 PM IST

Fake Police Officer Arrested from Malda Town by Englishbazar Police
পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা

মালদায় পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে পরিযায়ী শ্রমিকদের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ৷ প্রিয়ার্ঘ্য সাহা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ জানা গিয়েছে, সে স্থানীয় যুব তৃণমূল নেতা ৷

মালদা, 22 অগস্ট : পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযুক্ত প্রিয়ার্ঘ্য সাহা এলাকায় যুব তৃণমূল নেতা বলে পরিচিত ৷ গত শুক্রবার রাতে বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন পাঁচজন পরিযায়ী শ্রমিক ৷ মালদা টাউন স্টেশন রোডে দুই যুবক তাঁদের পথ আটকায় ৷ অভিযোগ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই পাঁচ পরিযায়ী শ্রমিককে মারধর করে মোবাইল কেড়ে নেয় প্রিয়ার্ঘ্য এবং তার সঙ্গী ৷ এরপর মোবাইল এবং পরিচয় যাচাই করার নামে ওই শ্রমিকদের ইংরেজবাজার থানায় যেতে বলে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই 5 পরিযায়ী শ্রমিক ইংরেজবাজার থানায় গিয়ে তাঁদের মোবাইলের তথ্য যাচাইয়ের বিষয়টি জানাতেই সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের ৷ পুলিশের তরফে ওই শ্রমিকদের বিস্তারিত ঘটনা জানাতে বলা হয় ৷ তখন তাঁরা বলেন, স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই একজন বাইক নিয়ে তাঁদের কাছে ৷ সে নিজেকে ইংরেজবাজার পুলিশ আধিকারিক আনিসুর বলে পরিচয় দেয় ৷ তার সঙ্গে পুলিশের ফাইবার স্টিকও ছিল বলে জানিয়েছেন ওই আধিকারিকরা ৷ এর পর সেখানে আরেকজন গিয়ে উপস্থিত হয় ৷ সেও নিজেকে পুলিশ আধিকারিক আকাশ সাহা বলে পরিচয় দেয় ৷

এর পর দু’জনে মিলে ওই পরিযায়ী শ্রমিকদের তল্লাশির নামে মোবাইল ফোন কেড়ে নেয় এবং জানায় মোবাইল ফোনের তথ্য যাচাই করার জন্য সেগুলি থানায় নিয়ে যাওয়া হচ্ছে ৷ এই বলে তাঁদের ইংরেজবাজার থানায় যেতে বলে ওই দু’জন বাইকে করে সেখান থেকে চলে যায় ৷ ওই 5 পরিযায়ী শ্রমিকের কাছে সব শুনে পুলিশ বুঝতে পারে, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে ৷

পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা

আরও পড়ুন : Fake ASI Arrested : কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

পুলিশ জানিয়েছে, আকাশ সাহা বলে যে নিজের পুলিশ পরিচয় দিচ্ছিল, তার আসল নাম প্রিয়ার্ঘ্য সাহা ৷ পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই আকাশ সাহা নামে একজনের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ পাচ্ছিল তারা ৷ সেই মতো পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে প্রিয়ার্ঘ্য সাহা নামে একজনকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, প্রিয়ার্ঘ্য সাহার বাড়ি মালদা শহরের 2নং গর্ভনমেন্ট কলোনিতে ৷ সে স্থানীয় যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত ৷ তবে, আনিসুর নামে আরেক ভুয়ো পুলিশ আধিকারিকের খোঁজ এখনও পুলিশ পায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.