ETV Bharat / crime

Fake ASI Arrested : কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

author img

By

Published : Aug 17, 2021, 10:37 PM IST

রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ভুয়ো সরকারি আধিকারিক ধরা পড়ছে ৷ কেউ নিজেকে আইএএস আধিকারিক বলে পরিচয় দিচ্ছে ৷ কেউ আবার নিজেকে ডিএসপি বলে পরিচয় দিয়ে ধরা পড়েছে ৷ এবার পুলিশের জালে ভুয়ো এএসআই ৷

Fake ASI Arrested
fake asi arrested in kolkata

কলকাতা, 17 অগস্ট : ফের শহরে গ্রেফতার ভুয়ো পুলিশ আধিকারিক । এবার নিজেকে কলকাতা পুলিশের এএসআই হিসাবে দাবি করে, ভুয়ো পরিচয় পত্র দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । ধৃতের নাম রাজীব চক্রবর্তী । তাকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ।

ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খান বলেন, তদন্ত চলছে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কলকাতা পুলিশের একটি ভুয়ো আইডি কার্ড।

এই সংক্রান্ত খবর : কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী


জানা গিয়েছে, এদিন বেলা 1টা নাগাদ রিজেন্ট পার্ক ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথি দত্ত ডিউটি করছিলেন । অভিযোগ, সেই সময় একটি বাইক থামানো হয় । বাইকের পিছনের সিটে বসেছিলেন ধৃত রাজীব চক্রবর্তী । তাঁর মাথায় হেলমেট ছিল না । অভিযোগ, সেই সময় নিজেকে কলকাতা পুলিশের এএসআই বলে পরিচয় দেয় সে । তার কাছ থেকে কলকাতা পুলিশের আইডি কার্ড চাওয়া হলে একটি ভুয়ো আইডি কার্ড দেয় । সন্দেহ হয় পুলিশের ৷ তাকে রিজেন্ট পার্ক থানায় নিয়ে যাওয়া হয় । পরে তাকে গ্রেফতার করা হয় । কোথা থেকে এই ভুয়ো আইডি কার্ড সে বানালো তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.