ETV Bharat / city

Cyber Fraud: টার্গেট তরুণীরা, কলকাতায় থাবা তামিলনাড়ু ও মুম্বই গ্যাংয়ের

author img

By

Published : Jul 4, 2022, 10:48 PM IST

সাইবার দস্যুরা কলকাতার তরুণীদের ফোন করে চাকরির প্রস্তাব দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলছে । সেই অ্যাপ ডাউনলোড করলেই তরুণীর সংশ্লিষ্ট মোবাইলটি সরাসরি সাইবার দস্যুদের দখলে চলে যাচ্ছে (Cyber Fraud)৷

younger women victim of Cyber fraud in Kolkata
Cyber Fraud

কলকাতা, 4 জুলাই: কলকাতায় এবার থাবা বসাচ্ছে মুম্বই এবং তামিলনাড়ুর সাইবার দস্যুরা । শহরে বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয়েছে । এই নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তামিলনাড়ুর মাদুরাই এলাকা থেকে রাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছে সাইবার সেলের গোয়েন্দারা । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা । অভিযোগ, তামিলনাড়ু এবং মুম্বইয়ের পর এবার কলকাতার তরুণীদের টার্গেট করছে এই বিশেষ গ্যাং ।

লালবাজার সুত্রে খবর, সাইবার দস্যুরা মূলত কলকাতার তরুণীদের ফোন করে চাকরির প্রস্তাব দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলছে । সেই অ্যাপ ডাউনলোড করলেই তরুণীর সংশ্লিষ্ট মোবাইলটি সরাসরি সাইবার দস্যুদের দখলে চলে যাচ্ছে ৷ অর্থাৎ তার ফোনটি হ্যাক করে নিচ্ছে সাইবার দস্যুরা ।

একাধিক অশ্লীল ছবি এবং ভিডিয়োর সঙ্গে সংশ্লিষ্ট মহিলার মুখ বসিয়ে তাকে পাঠিয়ে ব্ল্যাকমেলিং করা হচ্ছে । এই অশ্লীল ছবি তার আত্মীয়স্বজন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করা হচ্ছে । ব্ল্যাকমেলিং-এর পরিবর্তে সংশ্লিষ্ট মহিলাদের থেকে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা ।

আরও পড়ুন: সাইবার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, এক ক্লিকেই গায়েব আড়াই লক্ষ টাকা

ইতিমধ্যেই কলকাতায় মোট তিনটি থানায় এই ধরনের অভিযোগ দায়ের হয়েছে । ধৃত রাজের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক সাইবার দস্যু । বর্তমানে মুম্বই পুলিশ এবং তামিলনাড়ু পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা (younger women victim of Cyber fraud in Kolkata)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.