ETV Bharat / city

Rampurhat Massacre : বগটুই কাণ্ডে কি সিবিআইয়ের জেরার মুখে পড়তে হবে অনুব্রতকে ?

author img

By

Published : Mar 26, 2022, 6:17 PM IST

will-anubrata-face-problems-in-rampurhat-massacre-case
Rampurhat Massacre : বগটুই কাণ্ডে কি সিবিআইয়ের জেরার মুখে পড়তে হবে অনুব্রতকে ?

কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই কাণ্ডে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ এই ঘটনায় কি চাপে পড়লেন বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Will Anubrata Face Problems in Rampurhat Massacre Case) ? উঠছে প্রশ্ন ৷

কলকাতা, 26 মার্চ : গরুপাচার-কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের সঙ্গে ইতিমধ্যে টানাপোড়েনে জড়িয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Birbhum TMC President Anubrata Mondal) ৷ একাধিকবার তলব করেও তাঁর দেখা পায়নি কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (Central Bureau of Investigation) ৷ এই পরিস্থিতিতে বগটুই-কাণ্ড কি তাঁকে আরও চাপে ফেলে দিয়েছে (Will Anubrata Face Problems in Rampurhat Massacre Case) ? প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে ৷ কারণ, বীরভূমের ওই গ্রামে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ ও আটজনকে পুড়িয়ে মারার ঘটনায় শুরু হয়েছে সিবিআই (CBI) তদন্ত ৷

প্রসঙ্গত, বগটুইয়ের ঘটনায় বারবার সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷ যে বাড়িগুলি পুড়েছে, সেই বাড়ির বেঁচে যাওয়া বাসিন্দারাও নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করছেন ৷ তাঁদের অভিযোগের তিরও স্থানীয় তৃণমূল নেতা আনারুল হোসেনের দিকে ছিল ৷ সিবিআই তদন্তভার নেওয়ার আগেই আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কিন্তু এখনও পর্যন্ত কারও মুখে অনুব্রত মণ্ডলের নামে কোনও অভিযোগ শোনা যায়নি ৷ তাহলে সিবিআই কীভাবে এই ঘটনায় অনুব্রত মণ্ডলকে চাপে ফেলতে পারে, উঠছে সেই প্রশ্নও ৷ একটি সূত্রের দাবি, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল আসলে বিপাকে পড়েছেন এই ঘটনা নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করে ৷ মঙ্গলবার সকালে যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, তখন তিনি দাবি করেছিলেন যে টিভি ফেটে ওই বাড়িতে আগুন লাগে ৷ আর তার জেরেই পুড়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মন্তব্য অনুব্রতর বিরুদ্ধে যেতে পারে ৷ তাঁকে এই ঘটনায় সিবিআইয়ের জেরার মুখে পড়তে হতে পারে ৷ এমন কিছু হলে তা শাসকদল তৃণমূলের কাছেও অস্বস্তির হবে ৷ যদিও শুক্রবার থেকেই অনুব্রতর সঙ্গে তৃণমূলের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, গতকালই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অনুব্রত সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন ৷ অনুব্রতকে ‘বড় নেতা’ বলে বিষয়টি এড়িয়ে যান ৷ বগটুই কাণ্ড নিয়ে সিবিআইয়ের জালে অনুব্রতকে পড়তে হবে কি না, তা নিয়ে তৃণমূলের আরও কারও বক্তব্য স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না ৷

অন্যদিকে শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর শুরু হয়েছে সিবিআই তদন্ত ৷ সিবিআইয়ের আধিকারিকরা শনিবার দিনভর নানা নমুনা সংগ্রহ করেন ৷ তবে এখনই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তাঁরা কিছু জানাননি ৷ তবে সিবিআই সূত্রে খবর, সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ যাঁদের সন্দেহ হবে, প্রত্যেককেই জেরা করা হবে ৷

আরও পড়ুন : CBI Probe into Rampurhat Massacre : সিটের থেকে তদন্তভার নিল সিবিআই, বগটুইয়ে শুরু তদন্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.