ETV Bharat / city

Bus Fare : কর্নাটক-ওড়িশায় বাড়লে বঙ্গে কেন বাসভাড়া বাড়বে না, প্রশ্ন মালিকপক্ষের

author img

By

Published : Oct 19, 2021, 8:39 PM IST

why-cant-west-bengal-government-follow-the-odisha-and-karnataka-model-to-increase-bus-fare
Bus Fare : কর্নাটক-ওড়িশায় বাড়লে বঙ্গে কেন বাসভাড়া বাড়বে না, প্রশ্ন মালিকপক্ষের

ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম । জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও । ভাড়া না বাড়ালে আর উপায় নেই বলে বক্তব্য বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের ৷

কলকাতা, 19 অক্টোবর : বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম । পার্শ্ববর্তী রাজ্যগুলিতে জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে বেড়েছে বেসরকারি বাসের ভাড়া । তবে এই রাজ্য কেন এখনও নিশ্চুপ ? প্রশ্ন তুলেছেন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা ৷

তাঁদের অভিযোগ, ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম । জ্বালানির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও । স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন তাঁরা ৷ বাস-মিনিবাসের ভাড়া না বাড়ালে আর উপায় নেই বলে তাঁদের বক্তব্য ৷

আরও পড়ুন : Rain in South Bengal : লক্ষ্মীপুজোর আনন্দ মাটি করতে পারে নিম্নচাপ, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত

এই বিষয়ে তাঁরা উদাহরণ হিসেবে তুলে ধরছেন প্রতিবেশী ওড়িশা ও দক্ষিণ ভারতের কর্নাটককে ৷ তাঁদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় ওই রাজ্য দু’টি একাধিকবার বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ তাই তাঁদের প্রশ্ন, বাংলায় কেন ভাড়া বাড়বে না ?

বেঙ্গল বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপনকুমার বন্দ্যোপাধ্যায়ের দাবি, "গত বছরের মার্চ থেকে আজ পর্যন্ত বেসরকারি বাস ঠিক মতো চলতে পারছে না । একদিকে কেন্দ্রীয় সরকার প্রতিদিন শেয়ার বাজারের মতো ডিজেলের দাম বাড়িয়ে চলেছে, অন্যদিকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা । বেশিরভাগ অফিসে চলছে 'ওয়ার্ক ফ্রম হোম' ব্যবস্থা । বন্ধ স্কুল ও কলেজ । তাই মানুষ রাস্তায় কম বের হচ্ছেন । বাসেও সেভাবে যাত্রী হচ্ছে না ।’’

আরও পড়ুন : House Collapses in Hati Bagan : হাতিবাগানে পুরানো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি

তিনি তোপ দেগেছেন রাজ্য সরকারের বিরুদ্ধেও ৷ তাঁর অভিযোগ, ‘‘রাজ্য সরকার সব দেখেও চুপ । বাসভাড়া বৃদ্ধির ব্যাপারে অনীহা রাজ্যে । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় । এই রাজ্যে 85 শতাংশ পরিষেবা বেসরকারি বাস দেয় । আজ আমরাই অবহেলিত ।’’ একই সঙ্গে তিনি আবারও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার দাবি তুলেছেন ৷ আর ভাড়া বাড়ানোর জন্য রেগুলেটরি কমিটির গড়ার দাবি করেছেন ৷

তপনকুমার বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘দেশে কোনও রাজ্যে এত কম বাস ভাড়া নেই ৷ বিগত দিন থেকে আজ অবধি রাজনৈতিক সিদ্ধান্তে বাসভাড়া বাড়ানো হয়েছে ৷ এটাই আমাদের দুর্ভাগ্য ৷’’

আরও পড়ুন : Metro on Lakshmi Puja: লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো

অন্যদিকে অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং তার আগে কর্নাটকে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হয়েছে । এই দুই রাজ্য যদি ভাড়া বাড়াতে পারে, তাহলে এই রাজ্যে কেন তা হচ্ছে না ?’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের সরকার 2018 সালে সর্বশেষ ভাড়া বৃদ্ধি করেছিল । অথচ ওড়িশা সরকার এই বছরের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত তিনবার ভাড়া বৃদ্ধি করেছে । শহরতলির দিকে প্রায় 50 শতাংশ বাস পরিষেবা দিতে পারছে না । উপরন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে বাস পথে না নামালে বাস মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে । এ অবস্থায় আর কিছুদিনের মধ্যেই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না ।"

আরও পড়ুন : Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আরও বাড়ল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.