ETV Bharat / city

পর্যটকদের টানতে ঢেলে সাজানো হচ্ছে হোম স্টে-গুলিকে

author img

By

Published : Jan 3, 2020, 9:04 PM IST

নিজস্ব চিত্র

হোটেল বা রিসর্টের থেকে হোম স্টে-ই বেশি পছন্দ করছেন ভ্রমণপ্রিয় বাঙালি ৷ কম খরচে ভালো পরিষেবা পাওয়ার জন্য পর্যটকরা আকছার বেছে নিচ্ছেন হোম স্টে । ফলে বেড়ে চলেছে হোম স্টে-র সংখ্যাও । ইদানিং হোম স্টে-র চাহিদা বেড়েছে পর্যটকদের কাছে ।

কলকাতা, 3 জানুয়ারি : পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় এবং ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সহজলভ্য করে তুলতে এবারে হোম স্টে ট্যুরিজ়মকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ‌। ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার । গঠন করা হয়েছে হোম স্টে ট্যুরিজম কো-অপারেটিভ । এই কো অপারেটিভ গুলোকে নিয়ে তৈরি করা হচ্ছে ফেডারেশন । কো-অপারেটিভের উন্নয়নের জন্য 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের সিদ্ধান্ত হয়েছে ।

হোটেল বা রিসর্টের পাশাপাশি এখন হোম স্টে-তে রাত কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় বাঙালি । কম খরচে ভালো পরিষেবা পাওয়ার জন্য পর্যটকরা আকছার বেছে নিচ্ছেন হোম স্টে । ফলে বেড়ে চলেছে হোম স্টে-র সংখ্যাও । ইদানিং হোম স্টে-র চাহিদা বেড়েছে পর্যটকদের কাছে । ভ্রমণ প্রিয় মানুষদের সুবিধা এবং পরিষেবার কথা মাথায় রেখে হোম স্টে-গুলিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ।

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, "বর্তমানে রাজ্যে 400 টি হোম স্টে রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গেই রয়েছে 296 টি হোম স্টে । সবগুলিকে কো-অপারেটিভ করে আর্থিক সাহায্য করা হবে । সমস্ত কো-অপারেটিভগুলিকে এক ছাতার তলায় এনে একটি ফেডারেশন গঠন করা হবে । এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে পরিষেবা এবং সুবিধাও পাবে পর্যটকেরা ।"

Intro:কলকাতা, ৩ জানুয়ারি : পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় এবং ভ্রমন প্রিয় বাঙালির কাছে সহজলভ্য করে তুলতে এবারে হোম স্টে ট্যুরিজমকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ‌। ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তারা। গঠন করা হয়েছে হোম স্টে ট্যুরিজম কো-অপারেটিভ । এই কো অপারেটিভ গুলোকে নিয়ে তৈরি করা হচ্ছে ফেডারেশন। কো-অপারেটিভের উন্নয়নের জন্য ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের সিদ্ধান্ত হয়েছে।


Body:হোটেল বা রিসোর্টের পাশাপাশি হোম স্টে তে রাত কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছে ভ্রমণ প্রিয় বাঙালি। কম খরচে ভালো পরিষেবা পাওয়ার জন্য পর্যটকরা আকছার বেছে নিচ্ছেন হোম স্টে কে । ফলে বেড়ে চলেছে হোম স্টের সংখ্যা । দিনের পর দিন হোম স্টে-র চাহিদা বেড়ে চলেছে পর্যটকদের কাছে । ভ্রমণ প্রিয় মানুষদের সুবিধা এবং পরিষেবার কথা মাথায় রেখে হোম স্টে গুলোকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে বিধায়ক সৌরভ চক্রবর্তী ইটিভি ভারতকে জানান, "বর্তমানে রাজ্যে ৪০০ হোম স্টে রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গে রয়েছে ২৯৬ টি হোম স্টে। সমস্ত গুলোকে কো-অপারেটিভ করে আর্থিক সাহায্য করা হবে। সমস্ত কো-অপারেটিভ গুলোকে এক ছাতার তলায় এনে একটি ফেডারেশন গঠন করা হবে। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান ঘটবে অন্যদিকে, পরিষেবা এবং সুবিধা পাবে পর্যটকেরা।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.