ETV Bharat / city

Weather Forecast : মেঘলা আকাশে সপ্তাহ শুরু তিলোত্তমার, উত্তরের পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি

author img

By

Published : Aug 2, 2021, 10:20 AM IST

দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব আপাতত কেটে গিয়েছে ৷ সোমবার থেকে কলকাতা ও শহরতলিতে নিম্নচাপজনিত বৃষ্টির পরিমাণ কমবে ৷ তবে বর্ষার বৃষ্টি হতে পারে ৷ সোমবার সারা সকাল শহরের আকাশ থাকবে মেঘলা ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷

Weather Forecast : cloudy weather in kolkata, rain forecast for north bengal
Weather Forecast : মেঘলা আকাশে সপ্তাহ শুরু তিলোত্তমার, উত্তরের পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি

কলকাতা, 2 অগস্ট : নিম্নচাপের প্রভাব কমলেও সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেও মূলত মেঘলা থাকবে কলকাতা ও শহরতলির আকাশ ৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে মাঝেমধ্যে মেঘ সরে গিয়ে রোদের দেখাও মিলবে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের উপর থাকা নিম্নচাপটি বিহার এবং ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে ৷ ফলে নিম্নজনিত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই ৷ কিন্তু বর্ষার বৃষ্টি কয়েক পশলা হতেই পারে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বাড়বে ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য মঙ্গলবার থেকেই ফের বাড়বে বৃষ্টির পরিমাণ ৷ কলকাতাতেও সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন ৷ একইসঙ্গে বাড়বে তাপমাত্রা, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও ৷ কলকাতায় আজ (সোমবার) সারা সকাল সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ অন্যদিকে, আগামী 48 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও ৷

আরও পড়ুন : বাংলার আবহাওয়ায় শীতের দেশের ফল চাষ, পরিদর্শনে কৃষি আধিকারিকরা

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়লেও বৃষ্টি কমবে উত্তরে ৷ তবে গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ধসের সম্ভাবনা ক্রমশ বাড়ছে ৷ বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা ৷ এতে স্থানীয় নদীগুলির জলস্তর বেড়ে বিপদের সম্ভাবনা রয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.