ETV Bharat / city

Dhankhar Tweets on Governor CM Constitutional Relation : রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সাংবিধানিক সম্পর্ক বোঝাতে টুইট ধনকড়ের

author img

By

Published : Dec 23, 2021, 5:58 PM IST

wb governor jagdeep dhankhar tweets to teach mamata banerjee about essence of constitutionalism
Dhankhar Tweets on Governor CM Constitutional Relation : মমতাকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সম্পর্কের সাংবিধানিক সারমর্ম বোঝালেন ধনকড়

2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন জগদীপ ধনকড় ৷ তারপর থেকে বহুবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিবাদ বেঁধেছে ৷ এদিনের টুইট তার নতুন সংযোজন (Dhankhar Tweets on Governor CM Constitutional Relation) ৷

কলকাতা, 23 ডিসেম্বর : ফের টুইট পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এবার টুইট করে তিনি বোঝালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সাংবিধানিক সম্পর্কের বিষয় (wb governor jagdeep dhankhar tweets to teach mamata banerjee about essence of constitutionalism) ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সহযোগিতা ও আলোচনা হল সাংবিধানিকতার সারমর্ম ৷’’ তাঁর মতে, দুই পক্ষই মানুষের সেবার জন্য কাজ করে ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যের কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু কোনও বিষয়েই তিনি উত্তর পাননি ৷ পেগাসাস কমিশন নিয়ে রাজ্যের মুখ্যসচিবের জবাব চেয়েছিলেন তিনি ৷ সেই উত্তর না পেয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তার পরও রাজ্য সরকারও নীরব ৷

এদিন সম্ভবত সেই বিষয়টি বোঝাতেই ফের টুইট করেছেন রাজ্যপাল ৷ তবে টুইটে সেভাবে কিছু স্পষ্ট করেননি তিনি ৷ শুধু সংবিধানের কয়েকটি ধারা উল্লেখ করেছেন ৷ সেই সব ধারা মেনে চলার কথাও বলেছেন তিনি ৷

  • Collaboration and consultation between Governor and CM @MamataOfficial is essence of constitutionalism.

    Both need to work in tandem to serve people.

    Responsive stance called for, particularly as regards compliance of Articles 166 & 167 of constitution, to avoid stalemate. pic.twitter.com/1JVa1Hyxl5

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mamata Banerjee on TMC Councilors Performance : ছ’মাস অন্তর কাজের পর্যালোচনা, কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন হয় ৷ 2019 সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসেন জগদীপ ধনকড় ৷ তার পর থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সঙ্গে বিবাদ হয়েছে রাজ্যপালের ৷ কখনও তিনি সরকারের সমালোচনা করেছেন ৷ আবার কখনও তাঁকে পালটা কটাক্ষে বিঁধেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.