ETV Bharat / city

Mamata Banerjee on TMC Councilors Performance : ছ’মাস অন্তর কাজের পর্যালোচনা, কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

author img

By

Published : Dec 23, 2021, 3:59 PM IST

mamata banerjee says tmc will review councilors performance every six months
Mamata Banerjee on TMC Councilors Performance : ছ’মাস অন্তর কাজের পর্যালোচনা হবে, কাউন্সিলরদের কড়া বার্তা মমতার

বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের জয়ী কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দলের উদ্দেশ্য়ে কড়া বার্তা দেন তিনি (Mamata Banerjee on TMC Councilors Performance) ৷

কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নতুন বোর্ডের পদাধিকারীদের বেছে নেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সদ্য জয়ী কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee says tmc will review councilors performance every six months) ৷ বৃহস্পতিবার তিনি দলের কাউন্সিলরদের স্পষ্ট বলেন, ‘‘ছ’মাস পরে রিপোর্ট কার্ড নেব ৷ প্রতি ছ’মাস অন্তর পর্যালোচনা হবে ৷ কাজ করতে না পারলে সরকার বা দলের ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে না ৷’’

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূল কংগ্রেসের সদ্য জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় ৷ সেই বৈঠকে তৃণমূলের তরফে ফিরহাদ হাকিমকে আবার মেয়র হিসেবে বেছে নেওয়া হয় ৷ সঙ্গে জানানো হয় যে, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন পদেও কোনও পরিবর্তন হচ্ছে না ৷ ডেপুটি মেয়র হিসেবে থাকবেন অতীন ঘোষ ৷ আবার চেয়ারপার্সন হচ্ছেন মালা রায় ৷

এই প্রক্রিয়ার আগে দলের কাউন্সিলরদের সামনে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি কলকাতার নতুন কাউন্সিলরদের শুভেচ্ছা জানান ৷ পাশাপাশি বিরোধী কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তিনি ৷ একই সঙ্গে উল্লেখ করেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অভাবের কথা ৷

তারপর তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজ থেকে এলাকা পরিষ্কার করতে হবে ৷ হোডিং খুলে রেখে দিন ৷’’ নতুন কর্মযজ্ঞ শুরু করার বার্তাও দেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান, এত শান্তিপূর্ণ ভোট আগে কখনও হয়নি ৷ তৃণমূলে অহঙ্কারের কোনও জায়গা নেই ৷ 40 জন নতুন কাউন্সিলরকে কাজ শিখতে হবে ৷

এবার তৃণমূলের 134 জন প্রার্থী জিতেছেন ৷ যাঁরা হেরেছেন, তাঁদের মধ্যে তিনজন নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ৷ সেই তিন নির্দল আবার বিক্ষুব্ধ তৃণমূল ৷ এদিন সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা ৷ একই সঙ্গে জানান, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আর ফেরানো হবে না ৷

আরও পড়ুন : Fihad Hakim is KMC Mayor : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

এছাড়া দলের কাউন্সিলরদের প্রতি তাঁর পরামর্শ, কথা কম বলে বেশি কাজ করতে হবে ৷ এমন কিছু করা যাবে না, যাতে দলের ভাবমূর্তিতে দাগ লাগে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.