ETV Bharat / city

Corona Guidelines Relaxations : জিম, শুটিংয়ে ছাড়; রাজ্যে আরও শিথিল করোনা বিধিনিষেধ

author img

By

Published : Jan 17, 2022, 7:49 PM IST

Updated : Jan 17, 2022, 8:41 PM IST

আগামী 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যে বেড়েছে কোভিড গাইডলাইনের সময়সীমা (WB Government announced the extension of COVID restrictions till 31 January) ৷ তবে 15 জানুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকাতেও দু'টি ক্ষেত্রে বিধি শিথিল করেছিল রাজ্য ৷

Corona Guidelines Relaxations
করোনা বিধিনিষেধে আরও শিথিল হল রাজ্য

কলকাতা, 17 জানুয়ারি : সংক্রমণ কমে 10 হাজারের নীচে নামতেই করোনা বিধিনিষেধ আরও শিথিল করল রাজ্য সরকার (WB Government announce more relaxations in COVID restrictions) ৷ জিম, যাত্রা এবং ছবির শুটিংয়ে শিথিলতা এনে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন ৷ নয়া নির্দেশিকায় 50 শতাংশ হাজিরা নিয়ে রাত 9টা পর্যন্ত জিম খোলা রাখার নির্দেশ যেমন দেওয়া হয়েছে, তেমনই কোভিড প্রোটোকল মেনে সিনেমা এবং ধারাবাহিকের শুটিংয়েও সম্মতি প্রদান করা হয়েছে ৷

আগামী 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যে বেড়েছে কোভিড গাইডলাইনের সময়সীমা (WB Government announced the extension of COVID restrictions till 31 January) ৷ তবে 15 জানুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকাতেও দু'টি ক্ষেত্রে বিধি শিথিল করেছিল রাজ্য ৷ সর্বোচ্চ 200 জন বা ম্যারেজ হলের ধারণক্ষমতার 50 শতাংশ নিয়ে বিবাহ অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে ৷ পাশাপাশি খোলা মাঠে মেলা আয়োজনের ক্ষেত্রেও অনুমতি প্রদান করেছে রাজ্য সরকার ৷ সোমবার আরও কিছু ক্ষেত্রে আনা হল শিথিলতা ৷

এদিন রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে :

  • 50 শতাংশ হাজিরা নিয়ে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে জিম ৷ তবে সেক্ষেত্রে সকল কর্মীর সম্পূর্ণ টিকাকরণ এবং আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ৷
  • আউটডোরে কঠোর বিধিনিষেধ মেনে 50 শতাংশ হাজিরা নিয়ে মঞ্চস্থ করা যেতে পারে যাত্রানুষ্ঠান ৷ তবে ইন্ডোর ভেন্যুতে যাত্রা মঞ্চস্থ হলে সর্বোচ্চ 200 জন বা ধারণক্ষমতার 50 শতাংশের (দু'টোর মধ্যে যেটা কম) অনুমোদনের ব্যবস্থা করতে হবে ৷
  • শারীরিক দূরত্ববিধি মেনে এবং কোভিড-বিধি পালন করে সিনেমার আউটডোর শুটিং এবং ধারাবাহিকের শুটিং চালু করা যেতে পারে ৷

আগামিকাল থেকে নতুন এই নির্দেশিকা কার্যকর হচ্ছে ৷ সরকারের এই নির্দেশিকায় স্বস্তির নিশ্বাস ফেলল টলিপাড়া ৷ তেমনই জিম মালিকদের মুখেও হাসি ফিরল ৷

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা 9 হাজার 385 ৷ সংক্রমণের হার কমে হয়েছে 26.43 শতাংশ ৷ মৃত্যু হয়েছে 33 জনের ৷ তবে গত 24 ঘণ্টায় রাজ্যে 35, 515 জনের শরীরে ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে, যা গতদিনের তুলনায় প্রায় 20 হাজারের মতো কম ৷

Last Updated :Jan 17, 2022, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.