ETV Bharat / city

Varun-Maneka in Kolkata: একুশে জুলাইয়ের সমাবেশের আগে কলকাতায় মানেকা-বরুণ, যোগ দেবেন তৃণমূলে ?

author img

By

Published : Jul 21, 2022, 11:31 AM IST

বরুণ গান্ধি ও মানেকা গান্ধি (Varun Gandhi and Maneka Gandhi reach in Kolkata) কি তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন ? তাঁরা কি তৃণমূলে যোগ দেবেন ? এই নিয়ে জল্পনা তুঙ্গে (Varun-Maneka in Kolkata)৷

Varun Gandhi and Maneka Gandhi reach in Kolkata, will they join TMC on TMC 21st July Rally
একুশে জুলাইয়ের সমাবেশের আগে কলকাতায় মানেকা-বরুণ, যোগ দেবেন তৃণমূলে ?

কলকাতা, 21 জুলাই: এ বারের একুশে জুলাইয়ের জন্য কি অপেক্ষা করে রয়েছে বিশেষ কোনও চমক ? বরুণ গান্ধি ও মানেকা গান্ধি (Varun Gandhi and Maneka Gandhi reach in Kolkata) কি শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন ? তাঁরা কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে (Varun-Maneka in Kolkata)৷

আরও পড়ুন: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের (TMC 21st July Rally) ঠিক আগেই কলকাতায় এসে পৌঁছেছেন ইন্দিরা গান্ধির পুত্রবধূ ও তাঁর ছেলে ৷ তাঁদের হঠাৎ কলকাতায় আগমন নেহাতই কাকতালীয় নাকি তৃণমূলের সমাবেশে যোগ দিতেই তাঁরা কলকাতায় এসেছেন, তা নিয়ে চর্চা চলছে নানা মহলে ৷ তাঁরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলে যোগ দেবেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.