Abhishek on 21st July: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

author img

By

Published : Jul 21, 2022, 11:10 AM IST

Let our voices be louder, Abhishek Banerjee sends message before TMC 21st July Rally
এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের ()

এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক (TMC 21st July Rally )৷ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আগে এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek on 21st July)৷

কলকাতা, 21 জুলাই: কন্ঠস্বর আরও জোরালো হোক (TMC 21st July Rally )৷ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আগে এই বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek on 21st July)৷ মানুষের জন্য তৃণমূল দল সবকিছু করতে তৈরি বলে দাবি করেছেন তিনি ৷

আজ একুশে জুলাই ৷ তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে গত কয়েকদিন থেকেই দূর-দূরান্ত থেকে কলকাতায় আসা শুরু করেছেন কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহর আরও একটা জনস্রোতের সাক্ষী হতে চলেছে ৷ সেই সমাবেশের আগে টুইট করে মানুষকে আরও দৃঢ়চেতা হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "21 জুলাই হল বাংলার ইতিহাসের একটা পবিত্র দিন ৷ 1993 সালে পুলিশি নৃশংসতায় যে 13 জন শহিদ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ৷"

  • 21st July is a sacrosanct day in the history of Bengal!

    I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.

    This #ShahidDibas, let our voices be louder - we will not be cowed down by any force! For people, we'll give our all.

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শিয়ালদায় মানুষের উপচে পড়া ভিড়, বিলি হচ্ছে জল-বাতাসা-মাস্ক

কণ্ঠস্বর আরও দৃপ্ত করার ডাক দিয়ে অভিষেক আরও লিখেছেন, "এই শহিদ দিবসে আমাদের কণ্ঠস্বর আরও দৃঢ় হোক (Let our voices be louder) - আমরা কোনও শক্তিকে ভয় পাব না ! মানুষের জন্য আমরা আমাদের সবটা দেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.