ETV Bharat / city

বেকারত্বে দেশের নিরিখে ভালো জায়গায় রাজ্য, টুইট মমতার

author img

By

Published : Jul 4, 2020, 10:14 AM IST

Updated : Jul 4, 2020, 11:20 AM IST

mamata
মমতা

COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্যের আর্থিক পরিস্থিতি সংকটের মুখে ৷ এই অবস্থায় বিশেষ আর্থিক কৌশল গ্রহণ করছে রাজ্য সরকার ৷

কলকাতা, 4 জুলাই : COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় শক্তিশালী আর্থিক কৌশল গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ আজ টুইটে একথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

টুইটারে তিনি লেখেন, "COVID-19 ও ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় শক্তিশালী আর্থিক কৌশল গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে প্রমাণ হিসেবে বলা যায়, CMIE অনুযায়ী জুন মাসে রাজ্যে বেকারত্বের হার 6.5 শতাংশ। যা দেশের 11 শতাংশের তুলনায় অনেক ভালো। উত্তরপ্রদেশে বেকারত্বের হার 9.6 শতাংশ এবং হরিয়ানায় 33.6 শতাংশ।"

  • We've implemented a robust economic strategy to tackle #COVID19 & the devastation caused by Amphan. Proof lies in West Bengal's Unemployment Rate for the month of June 2020 which stands at 6.5%, far better than that of India at 11%, UP at 9.6% & Haryana at 33.6%, as per CMIE.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল আরেকটি টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার অনুরোধ জানান ৷ তিনি লেখেন, ‘‘কেন্দ্রের কাছে আমার আবেদন, অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের 10 হাজার টাকা করে দেওয়া হোক ৷ PM কেয়ারস ফান্ডের কিছু অংশ এর জন্য ব্যবহার করা যেতে পারে ৷’’

  • People have been facing economic hardship of unimaginable proportions bcz of the ongoing pandemic. I appeal to Central Govt to transfer ₹10,000 each as one-time assistance to migrant labourers including people in unorganized sector. A portion of PM-CARES could be used for this.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশ তথা রাজ্যগুলি মার্চের শেষ থেকে লকডাউন চালাচ্ছে ৷ ফলে, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে ৷ কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 20 লাখ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন ৷ যা নিয়ে পরবর্তীতে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় কেন্দ্রকে ৷

এদিকে আমফান মোকাবিলায় রাজ্যকে এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র ৷ 20 মে রাজ্যে আমফান আছড়ে পড়ার 36 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী ৷ দুই 24 পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যকে সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ এবার কোরোনা পরিস্থিতি ও আমফান মোকাবিলায় বিশেষ কৌশল গ্রহণের কথা জানাল রাজ্য ৷

Last Updated :Jul 4, 2020, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.