ETV Bharat / city

Partha-Arpita: লকআপে পার্থ-অর্পিতার গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে দুটি সিসিটিভি ক্যামেরা !

author img

By

Published : Aug 1, 2022, 6:27 PM IST

Two cameras monitoring Partha Chatterjee Arpita Mukherjee movements in lockup
Two cameras monitoring Partha Chatterjee Arpita Mukherjee movements in lockup

সোমবার সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee) পৃথক পৃথক লকআপে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির গোয়েন্দারা । একই প্রশ্নমালা সাজিয়ে এদিন পার্থ ও অর্পিতার আলাদা আলাদাভাবে জেরা করা হয় । পরে সেই প্রশ্নের উত্তর ক্রস কোশ্চেনিং-এর মাধ্যমে মিলিয়ে দেখবেন গোয়েন্দারা(ED) বলে সূত্রের খবর ।

কলকাতা, 1 অগস্ট: দুর্নীতি কাণ্ডে(Recruitment Scam) এখনও পর্যন্ত সল্টলেক সিজিও কমপ্লেক্সের সাত তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) কনফারেন্স রুমের পাশেই পৃথক লকআপে রয়েছেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) । কিন্তু পার্থ এবং অর্পিতা লকআপে থাকাকালীন তাঁদের সমস্ত গতিবিধির উপর নজর রাখছে দুটি অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা(CCTV cameras) ।

এই সিসিটিভি ক্যামেরাগুলি সরাসরি মনিটরিং করছেন ইডির গোয়েন্দারা । তাঁদের গতিবিধির উপর নজর রাখার জন্য 24 ঘন্টা একজন করে ইডির গোয়েন্দা মনিটরের ওপর চোখ রেখেছেন । মূলত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের লকআপে থাকাকালীন তাঁদের গতিবিধি ও বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলাকালীন অর্পিতা এবং পার্থর ভিডিওগ্রাফিও করা হচ্ছে ৷ সেই ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা তদন্ত প্রক্রিয়া রেকর্ডে রাখছেন ইডির গোয়েন্দারা বলে খবর(Two CCTV cameras monitoring Partha Arpita movements in lockup) ।

জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় 50 ঘন্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সোমবার সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে পৃথক পৃথক লকআপে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির গোয়েন্দারা । একই প্রশ্নমালা সাজিয়ে এদিন পার্থ ও অর্পিতাকে আলাদা আলাদাভাবে জেরা করা হয় । পরে সেই প্রশ্নের উত্তর ক্রস কোশ্চেনিং-এর মাধ্যমে মিলিয়ে দেখবেন গোয়েন্দারা বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: স্যর খেয়ে নিন... অর্পিতার ধমকে অবশেষে ওষুধ খেলেন পার্থ

প্রসঙ্গত, ইতিমধ্যেই দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ পঞ্চাশ কোটি টাকা এবং কোটি কোটি টাকার সোনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.