ETV Bharat / city

Kunal Slams Suvendu: মালবাজারের দুর্ঘটনা নিয়ে শকুনের রাজনীতি শুভেন্দুর, কটাক্ষ কুণালের

author img

By

Published : Oct 6, 2022, 7:40 PM IST

বুধবার রাতে বিসর্জন চলাকালীন মাল নদীতে হড়পা বানে 8 জনের মৃত্যু হয়েছে (Malbazar Flash Flood Accident) ৷ এই ঘটনায় রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এর পালটা তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের কটাক্ষ, মালবাজারের দুর্ঘটনা নিয়ে শকুনের রাজনীতি করছেন শুভেন্দু ৷

Trinamool Congress Leader Kunal Ghosh Slams Suvendu Adhikari on Malbazar Accident
Kunal Slams Suvendu: মালবাজারের দুর্ঘটনা নিয়ে শকুনের রাজনীতি শুভেন্দুর, কটাক্ষ কুণালের

কলকাতা, 6 অক্টোবর : বিরোধী দলনেতা শকুনের রাজনীতি করছেন । জলপাইগুড়ির মালের হড়পা বান (Malbazar Flash Flood Accident) প্রসঙ্গে বলতে গিয়ে এভাবেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

এদিন জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) প্রশাসনের উপর চাপিয়ে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে তিনি লেখেন, সবকিছু আগে থেকে জেনেও সাবধানতা অবলম্বন করা গেল না কেন ? এই দোষ কি সরকার এবং প্রশাসনের নয় ? মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন ? উত্তরপ্রদেশ বা কাশ্মীরে মালদা-মুর্শিদাবাদের কেউ মারা গেলে 5 লক্ষ টাকা দিয়েছেন । বগটুইয়ে নিজে ছুটে গিয়ে চেক বিলি করলেন । এখানে তেমন কেন করলেন না মাননীয়া ?

একাদশীতে উত্তর কলকাতায় তাঁর নিজের বাড়িতে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ । সেখানেই এই টুইট প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘অত্যন্ত কুরুচিপূর্ণ নিম্নমানের সংলাপ । মাল নদীতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । সেখানে দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। যাঁদের খোঁজ পাওয়া যায়নি, তাঁদের সন্ধান এখনও চলছে। প্রশাসন তৎপর । কেন, কিভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে । এখানে দাঁড়িয়ে কী ক্ষতিপূরণ দিচ্ছে, কিভাবে দিচ্ছে, হাতে করে দিচ্ছে না অন্যভাবে, এসব নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক ।’’

তিনি আরও বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজসেবা শিখবেন ? এগুলি চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন । কখন ক্ষতিপূরণ দিতে হবে, কতটা দিতে হবে, এটা শুভেন্দু অধিকারীকে শেখাতে হবে না । বরং শুভেন্দু অধিকারী এখন যে বিভিন্ন পরিচয়ে যেখানে দাঁড়িয়ে আছেন, সেটা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ।’’

কুণালের বক্তব্য, ‘‘বরং যে ঘটনাটা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷ এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে যাঁরা মারা গিয়েছেন, তাদের শেষকৃত্য সম্পন্ন করা প্রয়োজন । এক্ষেত্রে যাঁরা আহত, তাঁদের চিকিৎসার বিষয়গুলি যুদ্ধকালীন তৎপরতায় করা প্রয়োজন । প্রশাসন সেই কাজে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে এই ধরনের টুইট ভাবা যায় না ।’’

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘যমুনাতেও তো এই একই জিনিস হয়েছে । সেখানে গিয়ে এই কথা বলুন না । খারাপ ঘটনা কোথাও যেন না ঘটে । হড়পা বান দুঃখের ঘটনা । কাল থেকে বলা হচ্ছে দেখুন, পুলিশ বলছে জল থেকে সরে দাঁড়াতে । সেখানে বারবার প্রচার হয়েছে জল বাড়ছে সরে যান । বিসর্জনের সময় প্রশাসনের সতর্কবার্তা শোনেননি । সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে । অথচ এই ঘটনা ঘিরে কুরুচিকর কথা ।’’

আরও পড়ুন : প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.