ETV Bharat / city

Transgenders Protest: কুণালের সমকামিতা-মন্তব্যে ক্ষুব্ধ রূপান্তরকামীরা, প্রতিবাদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে

author img

By

Published : Sep 16, 2022, 7:57 PM IST

transgender-community-protests-kunal-ghosh-comment-near-cm-house-at-kalighat
কুণালের সমকামিতা-মন্তব্যে ক্ষুব্ধ রূপান্তরকামীরা, প্রতিবাদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে

কুণাল ঘোষের (Kunal Ghosh) সমকামিতা নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানালেন রূপান্তরকামীরা (Transgenders Protest)৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁরা আজ বিক্ষোভ দেখায় রূপান্তরকামীদের সংগঠন ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সমকামিতা নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে (Transgenders Protest)। এ বার এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে পথে নামল এলজিবিটিকিউ বা সমকামী, রূপান্তরকামী-সহ তৃতীয় লিঙ্গের সংগঠন । আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করে এবং ডেপুটেশন জমা দেয় (Transgender community protests Kunal Ghosh comment)।

তাঁদের অভিযোগ, গত 13 সেপ্টেম্বর একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমকামিতা নিয়ে যে মন্তব্য করেছেন তা একবারেই কাম্য নয় । সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয় । সুপ্রিম কোর্ট তাদের আইনি বৈধতার পক্ষে মত দেওয়ার পরও রাজ্যের এক রাজনৈতিক দলের মুখপাত্র এই ধরনের উক্তি কী করে করেন সেই প্রশ্ন তুলে অবিলম্বে কুণাল ঘোষকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে এই সংগঠন ৷

কুণালের সমকামিতা-মন্তব্যে ক্ষুব্ধ রূপান্তরকামীরা

আরও পড়ুন: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

রূপান্তরকামী এবং মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা বলেন, "সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমকামিতা এবং রূপান্তরকামিতাকে 'বিকৃত কাম এবং পুলিশরা তার ব্যবস্থা করবে' বলে মন্তব্য করেছেন । কেন পুলিশরা ব্যবস্থা করবে ? কেউ কি জানে না যে সমকামিতা এখন আইনসিদ্ধ । সমকামিতা কি অপরাধ ? এই সরকার যেভাবে তার লোককে দিয়ে আমাদের সমাজকে অপমান করেছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না । তাই আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে এসেছি । এরপরেও যদি তাঁরা তাঁদের ভুল স্বীকার না করেন, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.