ETV Bharat / city

বাতিল বহু লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

author img

By

Published : Feb 10, 2020, 4:49 PM IST

train cancelled
বাতিল বহু লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

সিগনাল আপগ্রেডেশনের জন্য শিয়ালদহ-নৈহাটি শাখায় আট দিন ধরে বাতিল থাকবে 300টি লোকাল ট্রেন । আজ সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বাতিলের জেরে চরম ভোগান্তি যাত্রীদের । কাঁকিনাড়া স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে যানএক যাত্রী ।

কাঁকিনাড়া, 10 ফেব্রুয়ারি : ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং আপগ্রেডেশন এবং কাঁকিনাড়া স্টেশনের চতুর্থ রেললাইন নৈহাটি ও জগদ্দলের সঙ্গে সংযুক্তিকরণের কাজ চলছে । যার জেরে বাতিল বহু লোকাল ট্রেন । রবিবার ছুটির দিন থাকায় ট্রেন কম চলায় তেমন প্রভাব পড়েনি । তবে সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি নিত্যযাত্রীদের । কাঁকিনাড়া স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান এক যাত্রী ।

চলছে সিগনাল আপগ্রেডেশনের কাজ । ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং আপগ্রেডেশন এবং কাঁকিনাড়া স্টেশনের চতুর্থ রেললাইন নৈহাটি ও জগদ্দলের সঙ্গে সংযুক্তিকরণের কাজের জন্য প্রায় 300টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল । আর এই কারণেই ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় আজ সপ্তাহের প্রথম কাজের দিনে চরম সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা ।

ট্রেনযাত্রীদের প্রতিক্রিয়া...

ভিড় ট্রেনে উঠতে পারছেন না অনেকেই । ফলে তাদের অফিস বা নিজেদের গন্তব্যে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের । ভিড় ট্রেনে উঠতে গিয়ে কাঁকিনাড়া স্টেশনে ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ।

Intro:কাঁকিনাড়া স্টেশনে রেলের কাজের জন্য বাতিল বহু লোকাল ট্রেন,সপ্তাহের প্রথম দিন চরম ভোগান্তি নিত্য যাত্রীদের...Body:ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং ব্যবস্থা ও কাঁকিনাড়া স্টেশনের চতুর্থ রেললাইন নৈহাটি ও জগদ্দল এর সাথে সংযুক্তিকরণ এর কাজের জন্য প্রায় 300 টি মতো লোকাল ট্রেন বাতিল করেছে রেল। আর এই কারনেই ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় আজ সপ্তাহের প্রথম দিন চরম সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। ভিড় ট্রেনে উঠতে পারছেন না অনেকেই। ফলে তাদের অফিস বা নিজেদের গন্তব্যে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাদের। আর এরই মধ্যে কাঁকিনাড়া স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কিন্তু এই পরিস্থিতিতে আরও বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.