এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই

author img

By

Published : Jul 16, 2021, 10:36 PM IST

Updated : Jul 16, 2021, 10:44 PM IST

s

দুপুর 2 টোয় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঠিক হয়েছে, দলের সবকটি সোশ্যাল মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রচারিত হবে । এছাড়া বিধায়ক, সাংসদদের ফেসবুক প্রোফাইল থেকেও সরাসরি দেখা যাবে একুশের অনুষ্ঠান । আলাদা হল এবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্য থেকেও সরাসরি দেখা যাবে শহিদ দিবসের অনুষ্ঠান ৷

কলকাতা, 16 জুলাই : চার দিন পর 21 জুলাই ৷ করোনা পরিস্থিতিতেও রাজ্যের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে শহিদ দিবস নিয়ে সাজে সাজ রব । তবে, এবার একুশে জুলাই কলকাতার রাজপথে হচ্ছে না । ভার্চুয়াল মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন । আপতত চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির পালা ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, যদিও একুশের ভোটে তৃণমূলের বিপুল জয় হয়েছে, তথাপি করোনার কারণে একুশে জুলাই সেভাবে পালন করা যাবে না ৷ এই অবস্থায় দল সিদ্ধান্ত নিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হবে একুশে জুলাইকে ৷ পেল্লাই স্ক্রিনে সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটের সাহায্যে তৃণমূল সমর্থকদের কাছে পৌঁছে যাবে দলনেত্রীর কণ্ঠ । একই সময় তা প্রচারিত হবে কোচবিহার থেকে কাকদ্বীপে ।

তৃণমূল ভবন সূত্রে খবর, দলের শহিদ দিবসে বেলা সাড়ে 11 টায় একুশে স্মারকে মাল্যদান করবেন শীর্ষ নেতারা । বেলা 12 টায় বুথে বুথে তোলা হবে দলীয় পতাকা । বেলা 1 টায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভাষণ দেবেন স্থানীয় বিধায়করা । তাঁদের ভাষণ দিয়েই শুরু হবে একুশে জুলাই উদযাপন ৷ এর পর দুপুর 2 টোয় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঠিক হয়েছে, দলের সবকটি সোশ্যাল মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রচারিত হবে । এছাড়া বিধায়ক, সাংসদদের ফেসবুক প্রোফাইল থেকেও সরাসরি দেখা যাবে একুশের অনুষ্ঠান । আলাদা হল এবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্য থেকেও সরাসরি দেখা যাবে শহিদ দিবসের অনুষ্ঠান ৷

বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা অফিস, ব্লক অফিসে লাগানো শুরু হয়েছে জায়ান্ট স্ক্রিন । তেমনই ভিন রাজ্যের শুরু হয়েছে প্রস্তুতি ৷ যার মধ্যে অন্যতম উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা । যদিও এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের তেমন সংগঠন নেই । তবে রাজ্য সভাপতি আশিষলাল সিংহ রয়েছেন । আশিষলাল সিংহর বাবা প্রয়াত শচীন্দ্রলাল সিংহ ত্রিপুরার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন । আশিষবাবু বর্তমানে কলকাতায় রয়েছেন ।

এই বিষয়ে তিনি জানিয়েছেন, "ত্রিপুরার চারটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে একুশে জুলাইয়ের দিদির ভাষণ শোনানো হবে ।" জানা গিয়েছে, আগরতলার দু'জায়গায়, গোমতী জেলার উদয়পুর এবং রাজ্যের উত্তরপ্রান্তে ধর্মনগরে জায়ান্ট স্ক্রিন মমতার বক্তৃতা শোনানো হবে । অসমের কয়েকটি জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের বক্তৃতা শোনানোর পরিকল্পনা নিয়েছে সর্বভারতীয় তৃণমূল । যেহেতু 19 তারিখ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, সেই সময়ে দিল্লিতেই থাকবেন দলের সাংসদরা ৷ তাই পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজধানীর কোনও একটি স্থানে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে । সেখানে বসেই নেত্রীর বক্তৃতা শুনবেন তৃণমূল সাংসদরা । এছাড়া পাঞ্জাবেও একই ভাবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে মমতার বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানোর ব্যবস্থা হচ্ছে । উত্তরপ্রদেশ নিয়েও একই ভাবনা রয়েছে বাংলার শাসক দলের ।

আরও পড়ুন: দিল্লিতে তৃণমূলের একুশে জুলাই, রাজপথে শোনা যাবে মমতার ভাষণ

একুশের ভোটে বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পরেই অনেকে বলতে শুরু করেছিলেন, এই ভোটে জয় জাতীয় স্তরে মোদির বিরুদ্ধে মুখ হিসেবে মমতার উত্তরণ । 'ভারত দিদিকে চায়' বলে ডিজিটাল মাধ্যমে প্রচারও করে তৃণমূল । এখন দেখার একুশে জুলাইকে সামনে রেখে বাংলার শাসক দলের উদ্দেশ্য কতটা সফল হয় ৷

Last Updated :Jul 16, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.