ETV Bharat / city

TMC Against Dibyendu Adhikari: শিশিরের কায়দায় দিব্যেন্দুর বিরুদ্ধেও লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানাবে তৃণমূল

author img

By

Published : Aug 7, 2022, 7:02 PM IST

Dibyendu Adhikari
দিব্যেন্দুর বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানাবে তৃণমূল

দলের নির্দেশ না মেনে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় দলের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC is taking step Dibyendu Adhikari) ৷ তাঁর বিরুদ্ধে স্পিকারকেও চিঠি দেওয়ার পথে হাঁটতে চলেছে রাজ্যের শাসকদল ৷

কলকাতা, 7 অগস্ট: দলত্যাগ বিরোধী আইনে শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের দাবিতে আগেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেয় তৃণমূল । এবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষিতে দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও একই পথে হাঁটতে চলেছে রাজ্যের শাসকদল(TMC is taking step Dibyendu Adhikari)। দলীয় নির্দেশ উপেক্ষা করে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর অংশগ্রহণ করাকে ভালোভাবে দেখছে না ঘাসফুল শিবির ।

এক্ষেত্রে তৃণমূল মনে করছে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে দলীয় নির্দেশ অমান্য করেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ আর সে কারণেই এবার তাঁর সাংসদ পদ খারিজের জন্য আবেদন জানাচ্ছে তৃণমূল । ইতিমধ্যেই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে দলের দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছেন, তাঁরা যেভাবে দলীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, তা দলের নজর এড়ায়নি ৷

তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিশির অধিকারীর মতোই দিব্যেন্দু অধিকারীরও সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানানো হবে । প্রসঙ্গত, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে দলের তরফ থেকে চিঠি দিয়ে এই দুই সাংসদকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে দলের অবস্থান কী হবে তা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ দিব্যেন্দু ও শিশির অধিকারীকে ভোটাভুটি থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয় ৷

Dibyendu Adhikari
দিব্যেন্দু অধিকারীকে লেখা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিঠি

আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব মমতা

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিন দলের নির্দেশকে উপেক্ষা করে ভোট দিয়েছেন তৃণমূলের এই দুই সাংসদ ৷ এই ঘটনায় দলের মুখ পুড়ল বলে মনে করা হচ্ছে ৷ এমন সময় ঘটনাটি ঘটেছে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত ৷ বিষয়টি তাই তৃণমূল কংগ্রেসের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে । আর তাই শুধু বিরুদ্ধ সাংসদদের চিঠি দিয়ে ক্ষান্ত থাকছে না রাজ্যের শাসকদল, এবার সরাসরি দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষকে আবেদন জানাতে চলেছে তৃণমূল । ইতিমধ্যেই শিশির অধিকারীর বিরুদ্ধেও একই অভিযোগ জানিয়েছে দল । বিষয়টি নিয়ে ওম বিড়লার কাছে শুনানিও চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.