ETV Bharat / city

TMC on Dhankhar : ধনকড়কে সরান, সেন্ট্রাল হলে রাষ্ট্রপতিকে আর্জি সুদীপের

author img

By

Published : Jan 31, 2022, 4:05 PM IST

tmc-mp-sudip-banerjee-request-prez-kovind-to-remove-bengal-guv-dhankhar
TMC on Dhankhar : ধনকড়কে সরান, সেন্ট্রাল হলে রাষ্ট্রপতিকে আর্জি সুদীপের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) সরানোর জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে আর্জি জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের আবেদন জানাল তৃণমূল কংগ্রেস (tmc mp sudip banerjee request prez kovind to remove bengal guv dhankhar) ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই আবেদন জানানো হয়েছে ৷ বাংলার শাসকদলের তরফে এই আবেদন জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ৷

সোমবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন ৷ প্রথামাফিক এদিন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ৷ সেই অনুষ্ঠানের মধ্যেই পরিস্থিতি বুঝে রাষ্ট্রপতির কাছে এই আবেদন জানান লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

পরে সংসদের বাইরে এই নিয়ে তিনি বলেন, ‘‘আজ, আমি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর কথা বলেছি ৷ সেখানে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও উপস্থিত ছিলেন ৷’’

ফলে বোঝাই যাচ্ছে পুরোটাই মৌখিক হয়েছে ৷ তৃণমূলের তরফে এখনও লিখিত কোনও আবেদন জমা পড়েনি ৷ আগামিদিনে সেটাও হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, রাজ্যপাল ধনকড়ের সঙ্গে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্ঘাত ক্রমশ বাড়তে শুরু করেছে (Bengal Govt-Dhankhar Feud) ৷ প্রায় রোজই বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ধনকড়কে ৷ সরকারি আধিকারিকদের ডেকে তিনি বিভিন্ন বিষয়ে জানতেও চান ৷ তাঁর তলব অগ্রাহ্য করা হলে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেন ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷

  • Today, I requested President Ram Nath Kovind to remove West Bengal Governor (Jagdeep Dhankhar) from the state..Vice President Venkaih Naidu was also present...: TMC MP Sudip Bandyopadhyay pic.twitter.com/1suHQO6cdG

    — ANI (@ANI) January 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সপ্তাহের শেষের দিকে কালীঘাটে দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকের পরই জানা যায় যে, রাজ্যপালের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল ৷ সেই সময় জানা গিয়েছিল, সংসদে রাজ্যপালকে অপসারণের প্রস্তাব আনার কথা বিবেচনা করছে ঘাসফুল শিবির ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে ৷

এই পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে মৌখিক অভিযোগ জানানোর বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.