ETV Bharat / city

TMC on Dhankhar : ধনকড়কে সরান, সেন্ট্রাল হলে রাষ্ট্রপতিকে আর্জি সুদীপের

author img

By

Published : Jan 31, 2022, 4:05 PM IST

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) সরানোর জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে আর্জি জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ৷

tmc-mp-sudip-banerjee-request-prez-kovind-to-remove-bengal-guv-dhankhar
TMC on Dhankhar : ধনকড়কে সরান, সেন্ট্রাল হলে রাষ্ট্রপতিকে আর্জি সুদীপের

নয়াদিল্লি, 31 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের আবেদন জানাল তৃণমূল কংগ্রেস (tmc mp sudip banerjee request prez kovind to remove bengal guv dhankhar) ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই আবেদন জানানো হয়েছে ৷ বাংলার শাসকদলের তরফে এই আবেদন জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ৷

সোমবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন ৷ প্রথামাফিক এদিন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) ৷ সেই অনুষ্ঠানের মধ্যেই পরিস্থিতি বুঝে রাষ্ট্রপতির কাছে এই আবেদন জানান লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

পরে সংসদের বাইরে এই নিয়ে তিনি বলেন, ‘‘আজ, আমি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর কথা বলেছি ৷ সেখানে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও উপস্থিত ছিলেন ৷’’

ফলে বোঝাই যাচ্ছে পুরোটাই মৌখিক হয়েছে ৷ তৃণমূলের তরফে এখনও লিখিত কোনও আবেদন জমা পড়েনি ৷ আগামিদিনে সেটাও হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, রাজ্যপাল ধনকড়ের সঙ্গে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্ঘাত ক্রমশ বাড়তে শুরু করেছে (Bengal Govt-Dhankhar Feud) ৷ প্রায় রোজই বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ধনকড়কে ৷ সরকারি আধিকারিকদের ডেকে তিনি বিভিন্ন বিষয়ে জানতেও চান ৷ তাঁর তলব অগ্রাহ্য করা হলে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেন ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷

  • Today, I requested President Ram Nath Kovind to remove West Bengal Governor (Jagdeep Dhankhar) from the state..Vice President Venkaih Naidu was also present...: TMC MP Sudip Bandyopadhyay pic.twitter.com/1suHQO6cdG

    — ANI (@ANI) January 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সপ্তাহের শেষের দিকে কালীঘাটে দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকের পরই জানা যায় যে, রাজ্যপালের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল ৷ সেই সময় জানা গিয়েছিল, সংসদে রাজ্যপালকে অপসারণের প্রস্তাব আনার কথা বিবেচনা করছে ঘাসফুল শিবির ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে ৷

এই পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে মৌখিক অভিযোগ জানানোর বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.