ETV Bharat / city

Firhad Slams BJP : ত্রিপুরার ভোট-সন্ত্রাস নিয়ে সরব তৃণমূলের ফিরহাদ

author img

By

Published : Jun 23, 2022, 4:40 PM IST

tmc-leader-firhad-hakim-slams-bjp-on-tripura-violence
Firhad Slams BJP : ত্রিপুরার ভোট-সন্ত্রাস নিয়ে সরব তৃণমূলের ফিরহাদ

ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন (Tripura Bye Elections 2022) বৃহস্পতিবার ৷ বিজেপির বিরুদ্ধে ভোটে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে সমালোচনায় সরব হলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) ৷

কলকাতা, 23 জুন : বৃহস্পতিবার ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন চলছে (Tripura Bye Elections 2022) । সকাল থেকেই একের পর এক হিংসার অভিযোগ উঠছে সেখানে । এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী এবং ত্রিপুরা পুলিশের ভূমিকা । সকাল থেকেই একাধিক অশান্তির ঘটনাকে তুলে ধরে টুইট করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

এদিন রাজ্য বিধানসভায় নিজের ঘরে বসে ওই রাজ্যের বিজেপি-কে একহাত নিলেন ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । সঙ্গে এই বিষয় নিয়ে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) খোঁচা মারতে ছাড়েননি পরিবহণ মন্ত্রী । তিনি বলেন, ‘‘সকাল থেকে ত্রিপুরায় ভোট চলছে । একদিকে ত্রিপুরা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দেওয়া হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে সন্ত্রাস । যে সমস্ত পুলিশরা দায়িত্ব নিয়ে কাজ করতে চাইছেন, তাঁদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না । এই অবস্থায় প্রশ্ন করতেই হচ্ছে, এটাই কি ভারতবর্ষের গণতন্ত্র ?’’

ফিরহাদ হাকিমের ভাষায়, ‘‘বিজেপি (BJP) নেতারা কোন কিছু ঘটলে রাজ্যে গণতন্ত্র নেই বলে কুম্ভীরাশ্রু ফেলতে শুরু করেন । আজ তাঁরা কোথায়, তাঁরা কি দেখতে পাচ্ছেন না ত্রিপুরায় কি হচ্ছে ?’’

এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে খোঁচা দিতে ছাড়েনি ফিরহাদ হাকিম । তাঁর প্রশ্ন, ‘‘কোনও কিছু ঘটলেই তো টুইট করেন রাজ্যপাল । এই ঘটনা কীভাবে ধনকড় সাহেবের নজর এড়িয়ে গেল ? কেন তিনি এখনও টুইট করলেন না ? এটাই কি মোদি সরকারের গণতন্ত্র ?’’

ত্রিপুরার ভোট-সন্ত্রাস নিয়ে সরব তৃণমূলের ফিরহাদ

তিনি আরও বলেন, ‘‘বাংলার মানুষকে এই ডবল ইঞ্জিন সরকার উপহার দিতে চাইছিলেন প্রধানমন্ত্রী, তাহলে বলতে হবে ভাগ্যিস রাজ্যের মানুষ ডবল ইঞ্জিন সরকার এ রাজ্যে প্রতিষ্ঠা করতে দেয়নি । এখানে কোনও কিছু ঘটলে বিরোধীরা তাদের কথা বলতে পারে ৷ প্রতিবাদ করতে পারে । কিন্তু ত্রিপুরায় কী হচ্ছে ? এখানে তো বিরোধীদের বক্তব্য রাখারও অধিকার নেই ।’’

তাঁর কথায়, ‘‘অনেকেই বলেন পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন নয়, শাসকের আইন চলছে । তাহলে ডবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারি কি যেটা চলছে সেটাই আইনের শাসন ! এখানে কি তাহলে বলবেন এভাবেই নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় !’’

আরও পড়ুন : Tripura Police Personnel Stabbed : ত্রিপুরা উপ-নির্বাচনে ভোট দেওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে হামলা, জখম পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.