ETV Bharat / city

Tripura TMC : ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, শুরু তেইশের বিধানসভা ভোটের প্রস্তুতি

author img

By

Published : Oct 6, 2021, 1:28 PM IST

Tripura TMC
Tripura TMC

ত্রিপুরায় 2023-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ সেখানে রাজ্য কমিটি ঘোষণা করা হল ৷ সেই সঙ্গে দলের যুব সংগঠনেরও রাজ্য কমিটি ঘোষণা করা হয় এদিন ৷

কলকাতা, 6 অক্টোবর : ত্রিপুরার 2023-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (AITC) ৷ ত্রিপুরায় দলের রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল । বুধবার দলের তরফে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল নতুন রাজ্য কমিটির নেতাদের নাম । আগেই ত্রিপুরার রাজ্য সভাপতি করা হয়েছিল আশিসলাল সিংকে । সে কারণে আজ নবগঠিত রাজ্য কমিটিতে রাজ্য সভাপতি হিসাবে কারও নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস । তবে আহ্বায়ক হিসাবে সুবল ভৌমিকের নাম ঘোষণা করেছে দল । একইভাবে এই কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) । মোট 19 জনের এই কমিটিতে সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিসলাল সিং ছাড়াও আছেন প্রকাশচন্দ্র দাস, কৃষ্ণধন নাথ, দেবব্রত দেবরায় ।

আগে ঠিক ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরায় গিয়ে এই রাজ্য কমিটির নেতাদের নাম ঘোষণা করবেন ৷ তবে ত্রিপুরায় লম্বা সময়ের জন্য 144 ধারা জারি করায় এখন সেখানে যাচ্ছেন না অভিষেক । আর সে কারণেই মহালয়ার পুণ্য লগ্নে নয়া কমিটির নাম ঘোষণা করল তৃণমূল ।

এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি দলের যুব সংগঠনের রাজ্য কমিটিও ঘোষণা করা হয় । এক্ষেত্রে যুব সংগঠনের আহ্বায়ক করা হয়েছে বাপটু চক্রবর্তীকে । যুব সংগঠনের ক্ষেত্রে রাজ্য কমিটিতে রয়েছেন 11 জন সদস্য ।

বাংলার প্রতিবেশী রাজ্যে বিধানসভা ভোট রয়েছে 2023-এ । তার আগে দলীয় সংগঠনকে সাজানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির । আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য জয়ের জন্যই ঝাঁপবে তৃণমূল ৷ সেই লক্ষ্যেই এদিন এই রাজ্য কমিটি ঘোষণা করা হল বলেই খবর ।

আরও পড়ুন : Tripura TMC : বারবার বাধা, ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.