ETV Bharat / city

Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর

author img

By

Published : Jun 13, 2021, 7:53 PM IST

Tathagata Roy attacked Mukul Roy and called Kailash Vijayvargiya as stupid cat
মুকুলের সঙ্গে ফিস ফিস করত, বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল : তথাগত

মুকুল রায়ের সঙ্গে ফিস ফিস করতেন ৷ এই বোকা বিড়ালটিকেও নিয়ে যাক তৃণমূল ৷ কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) কটাক্ষ করে এই ভাষাতেই তোপ দাগলেন তথাগত রায় (Tathagata Roy) ৷

কলকাতা, 13 জুন : মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপিতে নানা নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ৷ মুকুলের পাশাপাশি নিশানা করা হচ্ছে বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয়কেও (Kailash Vijayvargiya) ৷ ঘরে-বাইরে নানা কর্মী সমর্থকের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে ৷ এ বার তীব্র ভাষায় তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷ কৈলাস বিজয়বর্গীয়কে 'বোকা বিড়াল' বলে সম্বোধন করেছেন তিনি ৷

বাংলায় লেখা একটি টুইটে কৈলাসের বিরুদ্ধে এমনই তির্যক মন্তব্য করেছিলেন বিজেপির এক কর্মী সমর্থক ৷ মুকুল ও কৈলাসের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছিল, "মমতা পিসি এই ভোদো বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে ৷ সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করতো ৷"

  • A faithful English translation of a tweet from a devout BJP supporter. I have added or subtracted nothing.

    “Auntie (Buaji) Mamata,please take this stupid cat into Trinamool. He may be heartbroken missing his friend! They used to remain closeted together for the whole day”. https://t.co/lZF970XiaW

    — Tathagata Roy (@tathagata2) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই টুইটকেই রিটুইট করেছেন তথাগত রায় ৷ তিনিও যে সেই মন্তব্যের সঙ্গে একমত, তা বুঝিয়ে দেন এই বিজেপি নেতা ৷ পোস্টটি রিটুইট করে তিনি লেখেন, "একজন উৎসর্গীকৃত বিজেপি সমর্থকের টুইটের বিশ্বস্ত ইংরেজি অনুবাদ ৷ আমি এতে কিছু যোগও করছি না, কিছু বাদও দিচ্ছি না ৷ আন্টি (পিসি), দয়া করে এই বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে নিন ৷ বন্ধুকে না পেয়ে তিনি নিশ্চয়ই হতাশ ৷ তাঁরা সারাদিন একসঙ্গে ফিসফিস করে যেতেন ৷"

আরও পড়ুন: মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর

এর আগে, মুকুল রায়ের ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷ টুইট বাণে তথাগত মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা করেন ৷ যাঁকে বিজেপি সম্মান দিয়েছে, পদ দিয়েছে ৷ অথচ আজ তিনি দল ছেড়ে আবার পুরনো ঠিকানায় পাড়ি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে একের পর এক টুইট করেন তথাগত ৷ তাঁর বক্তব্য, মুকুলকে দলে টেনে 'খাল কেটে কুমির ডেকেছিল' বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.