ETV Bharat / city

Suvendu Adhikari : বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর

author img

By

Published : Sep 1, 2021, 10:34 PM IST

পুলিশের বিরুদ্ধে দলীয় বিধায়কদের ভয় দেখানোর অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ ৷

বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর
বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর

কলকাতা, 1 সেপ্টেম্বর : "বাঁকুড়ায় বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগদান করতে চাপ দিচ্ছে পুলিশ ৷ প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রকে প্রমাণ-সহ অভিযোগ জানাব ।" বুধবার সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "তন্ময় ঘোষ তৃণমূলের কাছে আত্মসমর্পণ করলেও রাজমিস্ত্রি স্বামীর সঙ্গে জোগাড়ের কাজ করা চন্দনা বাউড়ি তা করেননি ৷ তিনি পুলিশকে বলেছেন, বরং ছ'মাস জেল খাটান ৷" পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "আজ পুলিশ ডে আমরা জানি ৷ পুলিশের নিচুতলার কর্মীদের স্যালুট করছি । কিন্তু এই কাজ পুলিশ চালালে আমরা আন্দোলন ও আইনি প্রক্রিয়া শুরু করব ৷"

শুভেন্দুর হুঁশিয়ারি, "রাজ্য সভাপতি-সহ দল আমাকে দলত্যাগ বিরোধী আইনকে বলবৎ করার দায়িত্ব দিয়েছেন । পদত্যাগ না করে দলবদলের প্রবণতা বন্ধ করতে আমরা নজির তৈরি করব । যে দু'জন গিয়েছেন তাঁরা 4 মাস আলাদা ছিলেন আমাদের থেকে । বাকিরা পার্টির কাজই করছেন । আমি আশা করি, আর কেউ যাবেন না । আমাদের রাজ্যে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির সব কাজ করে । ভাইপোর টাকাও তোলে । আমরা অন্য রাজ্যের মতো এখানেও সিকিউরিটি কাউন্সিল চাই ।"

পুলিশের বিরুদ্ধে দলীয় বিধায়কদের উপর তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ আনলেন শুভেন্দু ৷

তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন, "213 আসন জিতেও তৃণমূলের আরও বিধায়ক দরকার । দলের সঙ্গে যোগাযোগহীন দুই বিধায়ককে দল যোগ করিয়েছেন ৷ দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়েছেন । অপমান করেছেন । মুকুল রায়ের মতো এঁদের বিরুদ্ধেও দলত্যাগ বিরোধী আইনকে কাজে লাগাব । তন্ময় এবং বিশ্বজিৎকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন : Suvendu-Mukul-Dilip : নিশানায় মুকুল, অসুস্থ সাজানো আর রাজনীতির পতন দেখছেন শুভেন্দু-দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.