ETV Bharat / city

Suryakanta Slams Mamata : মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তা বিশ্বাসযোগ্য নয় : সূর্যকান্ত মিশ্র

author img

By

Published : Jan 21, 2022, 9:55 PM IST

Suryakanta Slams Mamata
মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তা বিশ্বাসযোগ্য নয়

দলের রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ অনুষ্ঠানে এসে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বললেন, ‘‘ওনার কোনও বার্তাই বিশ্বাসযোগ্য নয় । উনি যে কখন কথা বদলাবেন তা কেউ বলতে পারবে না । বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও ওনার অবস্থান বিশ্বাসযোগ্য নয় (Suryakanta Slams Mamata) ।’’

কলকাতা, 21 জানুয়ারি : ‘‘তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তা বিশ্বাসযোগ্য নয় ।’’ দলের রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ অনুষ্ঠানে এসে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mitra Slams Mamata Banerjee)। লোগো প্রকাশ অনুষ্ঠানে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রবীন দেবরাও ৷

গোয়ার নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হোয়াটসঅ্যাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও কংগ্রেসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি । তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিষয়টিকে ঘিরে জোর তরজা শুরু হয়ে গিয়েছে ।

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘উনি কী বার্তা দিয়েছেন আমি তা জানি না । উনি কী বার্তা দেবেন তাও জানি না । ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় । তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওনার কোনও বার্তাই বিশ্বাসযোগ্য নয় । উনি যে কখন কথা বদলাবেন তা কেউ বলতে পারবে না । বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও ওনার অবস্থান বিশ্বাসযোগ্য নয় ।’’

আরও পড়ুন : তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নস্যাৎ সূর্যকান্তের

ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর মুর্তি স্থাপন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি । তিনি বলেন, ‘‘মোদি পাপস্খলন করছেন । কিন্তু পাপস্খলন করলেই তো পাপ ধুয়ে যায় না । এই যে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে যা হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি । দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্নাটক ছাড়া কারও ট্যাবলো জায়গা পায়নি । এর মধ্যে রাজনীতি নেই ? আরএসএসের মতাদর্শের প্রভাবেই এই সিদ্ধান্ত ৷ স্বাধীনতা আন্দোলনে আরএসএসের ভূমিকা কী ছিল তা জানা রয়েছে । নেতাজী নিজে ওদের পরিত্যাগ করার কথা বলেছিলেন । তাই ট্যাবালো নিয়ে যে প্রতিবাদ আমাদের ছিল তা বজায় থাকছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.