ETV Bharat / city

Sukanta Majumdar: কয়লাপাচারের তদন্তের জাল গুটিয়ে এনেছে সিবিআই, দাবি সুকান্তর

author img

By

Published : Jul 14, 2022, 8:04 PM IST

Sukanta Majumdar claims CBI investigation is almost done in Coal Scam Case
Sukanta Majumdar: কয়লাপাচারের তদন্তের জাল গুটিয়ে এনেছে সিবিআই, দাবি সুকান্তর

কয়লাপাচার কাণ্ডে (Coal Scam Case) সিবিআই (CBI)-এর তদন্ত শেষ পর্যায়ে চলে এসেছে ৷ এমনটাই মনে করছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে একথা বলেন তিনি ৷

বিধাননগর, 14 জুলাই: রাজ্য়ের কয়লাপাচার কাণ্ডে (Coal Scam Case) সিবিআই (CBI) তার তদন্তের জাল গুটিয়ে এনেছে ! এমনটাই মনে করছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই ইসিএল-এর সাতজন বর্তমান ও প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ তাঁদের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ৷ বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, "তদন্তের গতিপ্রকৃতি বাইরে থেকে যা দেখছি, তাতে মনে হচ্ছে, সিবিআই তার জাল গোটাতে শুরু করেছে ৷ জালে বড়, মেজো, ছোট মাছেরা ধরা পড়বে ৷"

এদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কয়লাপাচার, গরুপাচার-সহ বিভিন্ন ঘটনায় তদন্তের নামে আদতে সিবিআই-কে অনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ পালটা রাজ্যের বিরুদ্ধে সিআইডি-কে অপব্যবহারের অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, "আমাদের বিরুদ্ধে সিআইডি, পুলিশ, যাকে ইচ্ছা ব্যবহার করুক ৷ আমরা ভয় পাচ্ছি না ৷ আমাদের আত্মীয়-পরিজন, যাঁরা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তাঁদেরও ফাইল দেখা হচ্ছে বলে শুনছি ৷ আমরা শুধু একটা কথাই বলব, না-খাউঙ্গা, না-খানে দুঙ্গা ৷"

কয়লাপাচার কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের ৷

আরও পড়ুন: Mamata Condemns Udaipur Violence: উদয়পুরের হত্যার তীব্র নিন্দা মমতার, পালটা কটাক্ষ সুকান্তের

প্রসঙ্গত, 'না-খাউঙ্গা, না-খানে দুঙ্গা', স্লোগানটি বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে ৷ দুর্নীতি দমনের বার্তা দিতেই তিনি এই স্লোগানটি ব্যবহার করেন ৷ এদিন সুকান্তও একই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ৷ রাজ্য সরকার বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে পুলিশ, প্রশাসনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, গেরুয়া শিবিরের এই অভিযোগ নতুন নয় ৷ এদিন সুকান্তও কার্যত সেই অভিযোগই করেছেন ৷

অন্যদিকে, এদিনই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পেট্রল ও ডিজেলের উপর থেকে ভ্য়াট কমানো হচ্ছে ৷ যাতে কিছুটা হলেও জ্বালানির দামে রাশ টানা যায় ৷ এই বিষয়ে সুকান্ত বলেন, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে, সেদিন এই রাজ্যেও পেট্রল, ডিজেলের দাম কমবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.