ETV Bharat / city

Mamata Condemns Udaipur Violence: উদয়পুরের হত্যার তীব্র নিন্দা মমতার, পালটা কটাক্ষ সুকান্তের

author img

By

Published : Jun 29, 2022, 3:50 PM IST

Updated : Jun 29, 2022, 5:57 PM IST

উদয়পুরের ঘটনার নিন্দায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Condemns Udaipur Violence)৷ তাঁকে পালটা কটাক্ষ করে টুইট করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

Mamata Banerjee condemns Udaipur Violence, Sukanta Majumdar reacts
উদয়পুরের ঘটনার নিন্দায় সরব মমতা, পাল্টা কটাক্ষ সুকান্তের

কলকাতা, 29 জুন: রাজস্থানের উদয়পুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Condemns Udaipur Violence)। টুইটে এই নিয়ে সরব হয়ে তিনি লেখেন, এমন হিংসার ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য নয় ৷ যদিও তৃণমূল নেত্রীর টুইটের পরই তাঁকে রাজ্যের হিংসার ঘটনা নিয়ে পালটা কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

মঙ্গলবার উদয়পুরের একটি বাজারে দোকানের মধ্যে মালিককে গলা কেটে খুন করা হয় । খুনের নৃশংস ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরই এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে ৷ নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় দোকান মালিক কানহাইয়া লালকে খুন করা হয়েছে বলে ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পোশাকের মাপ দেওয়ার অছিলায় ওই দুই ব্যক্তি কানহাইয়া লালের দোকানে যায় বলে জানতে পেরেছে পুলিশ ৷

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় কড়া পদক্ষেপ করে প্রশাসন ৷ বন্ধ করে দেওয়া হয় এলাকার ইন্টারনেট পরিষেবা ৷ 144 ধারাও জারি করা হয় । গোটা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেন রাজস্থানের মু‌খ্যমন্ত্রী অশোক গেহলট । এই ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উদয়পুরের ঘটনায় নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন ৷ তিনি লেখেন, "হিংসা ও চরমপন্থা গ্রহণযোগ্য নয়, তা যে কারণেই ঘটুক ! উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি ৷ আইন আইনের পথে ব্যবস্থা নিচ্ছে, শান্তি বজায় রাখার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি ৷"

  • Violence and extremism are UNACCEPTABLE, no matter what!

    I STRONGLY CONDEMN what happened in Udaipur.

    As law takes its own course of action, I urge everyone to maintain peace.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতার এই টুইটের পর তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ রাজ্যে নাবালিকা ধর্ষণ ও বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা তুলে ধরে তিনি লেখেন, "বাংলায় আপনার শাসনে যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে, সেগুলি নিয়ে আপনি কবে নিন্দা করবেন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন ?"

আরও পড়ুন: Murder in Udaipur: নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে ব্যবসায়ীকে ক্যামেরার সামনে খুন, হিংসা রুখতে রাজস্থানে এক মাসের জন্য 144 ধারা

Last Updated :Jun 29, 2022, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.