ETV Bharat / city

Subrata Mukherjee: হাসপাতালেই অফিস, চিরঘুমে যাওয়ার আগেও কাজ করে গিয়েছেন সুব্রত

author img

By

Published : Nov 5, 2021, 12:51 PM IST

Subrata Mukherjee worked for his ministry till he breathed his last
হাসপাতালেই অফিস

ছবিতে হাসপাতালে রোগীর পোশাকেই দেখা গিয়েছে সুব্রতকে । নীল রংয়ের জামা সামনে থেকে দড়ি দিয়ে বাঁধা । মুখে মাস্ক রয়েছে । তবে চেহারায় এবং শরীরে ধকলের ছাপ স্পষ্ট ।

কলকাতা, 5 নভেম্বর: হাসপাতালে শয্যাশায়ী থাকালীনই দলের কাজে ছুটে যেতে চেয়েছিলেন গোয়া । যদিও হাসপাতাল থেকে আর ফেরাই হল না । তবে হাসপাতালেও চুপ করে বসে থাকতে পারেননি সুব্রত মুখোপাধ্যায় । বরং শয্যার উপর বসেই নিজের দফতরের জরুরি কাজকর্ম চালিয়ে যান সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী ।

শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা থাকলেও, দীপাবলির রাতেই এসএসকেএম-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত । কিন্তু সুব্রতর এই মৃত্যু মেনে নিতে পারছেন তাঁর সতীর্থরা । দীপাবলির সকালেরই একটি ছবি সামনে এনেছেন তাঁরা । তাতে হাসপাতালে বসেই নিজের দফতরের জরুরি ফাইল এবং কাগজে সই-সাবুদ করতে দেখা গিয়েছে তাঁকে ।

ছবিতে হাসপাতালে রোগীর পোশাকেই দেখা গিয়েছে সুব্রতকে । নীল রংয়ের জামা সামনে থেকে দড়ি দিয়ে বাঁধা । মুখে মাস্ক রয়েছে । তবে চেহারায় এবং শরীরে ধকলের ছাপ স্পষ্ট । কাঠের চেয়ারে বসে বাঁ হাতে ফাইল ধরে রেখেছেন। চেয়ারের হাতলে রাখা ডান হাতে ভর করে সই করছেন ।

আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

সুব্রতর সতীর্থরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডেই ছবিটি তোলা হয় । নিজেই একগাদা ফাইল চেয়ে পাঠিয়েছিলেন । একে একে সেগুলিতে চোখ বোলান । যেখানে যেখানে সই করা প্রয়োজন, তা-ও করে দেন । এমনকি কোন কাজ কতদূর এগিয়েছে, আটকে থাকা কাজ কী ভাবে এগিয়ে নিয়ে যেতে হেব, সেই নিয়েও নিজের দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ।

সদ্য প্রয়াত মন্ত্রীর এই ছবি সামনে আসতে রাজনৈতিক মহলে তো বটেই, নেটমাধ্যমেও সাড়া পড়ে গিয়েছে । কী অসম্ভব প্রাণশক্তি থাকলে, কাজের প্রতি কতটা নিবেদিত প্রাণ হলে, স্টেন্ট বসানোর ধকল বুকে নিয়েই হাসপাতাল থেকে কাজ করে যেতে পারেন, তা উপলব্ধি করেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন সকলে ।

সকলেই একমত যে, কাজ অন্তঃপ্রাণ মানুষটির অসুস্থতাও তাঁকে থামাতে পারেনি । শুক্রবার সুব্রতর মরদেহকে যখন শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন তাঁর সতীর্থরা, সেই সময় বিধানসভার করিডরে তাঁর সতীর্থদের বলতে শোনা যায়, ‘‘এমন মানুষ আর হবে না ৷ প্রশাসন থেকে, দল নির্বিশেষে, সকলের কাছে প্রণম্য ছিলেন ৷ খুব ক্ষতি হয়ে গেল ৷’’

আরও পড়ুন: Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কম চড়াই উতরাই দেখেননি সুব্রত ৷ জীবনের একটা বড় অংশ কংগ্রেসে এবং বাকি সময়টা তৃণমূলে কাটিয়েছেন তিনি ৷ এরাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া কনিষ্ঠতম ব্যক্তির রেকর্ড এখনও তাঁর দখলেই ৷ বছর কয়েক আগেই প্রথম হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয় তাঁর শরীরে ৷ সতীর্থদের দাবি, তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি শুরু ৷

বুকে ব্যথা হওয়ায় গত 24 অক্টোবর এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করাতে যান সুব্রত ৷ সেখানেই শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ে ৷ কোনও রকম ঝুঁকি না নিয়ে উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে ভর্তি করা হয় ৷ তার পর থেকেই সুব্রত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৷ গত সোমবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয় ৷ বুকে বসানো হয় দু’টি স্টেন্ট ৷ এর পর ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিলেন তিনি ৷ কিন্তু দীপাবলির রাতে আচমকা পরিস্থিতির অবনতি হলে, আর ফেরানো যায়নি তাঁকে ৷ রাত 9টা বেজে 22 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.