ETV Bharat / city

Suvendu Adhikari : নিজের মামলার তদন্তে সিবিআই-কে চান শুভেন্দু, সরব রাজ্য

author img

By

Published : Aug 18, 2021, 4:56 PM IST

subhendu-adhikari-appealed-to-calcutta-high-court-for-cbi-probe-of-all-cases-registered-against-him
নিজের মামলার তদন্তে সিবিআই-কে চান শুভেন্দু, আপত্তি রাজ্যের

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কোন এজেন্সি করবে তা ঠিক করতে পারেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ হাইকোর্টে (Calcutta High Court) এমনই জানাল রাজ্য সরকার ৷

কলকাতা, 18 অগস্ট : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কোন সংস্থা করবে, তা তিনি নিজেই ঠিক করে দিতে পারেন না ৷ মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে (Calcutta High Court) এ কথা বলল রাজ্য সরকার ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে বলেন, একজন ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত সিআইডি করবে নাকি সিবিআই করবে, অভিযুক্ত ব্যক্তি তা ঠিক করতে পারেন না । তাই এই ধরনের মামলা হাইকোর্টের একেবারেই গ্রহণ করা উচিত না । তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ধরনের আর্জিতে সম্মতি জানালেও সে ক্ষেত্রেও কিছু এক্তিয়ারগত বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে ।

আরও পড়ুন: Suvendu Adhikary: শুভেন্দুর নিরাপত্তার বিষয়ে কেন সক্রিয় নয় রাজ্য, হলফনামা চাইল হাইকোর্ট

অন্যদিকে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য অত্যন্ত অস্পষ্ট । তিনি একবার বলছেন, সিবিআই তদন্ত করতে পারে, আবার তিনি বলছেন বিধিনিষেধ রয়েছে । শুভেন্দুর আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন, শুভেন্দু অধিকারী দলবদলের পর থেকে তাঁকে নানারকম ভাবে হেনস্থা করা শুরু হয়েছে । মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । তাঁর ব্যক্তিগত নিরাপত্তা যেটা রাজ্য দিত, সেটা তুলে নেওয়া হয়েছে । পুলিশকে বলেও কিছু কাজ হয়নি । এমনকী আদালতের নির্দেশ থাকলেও তাঁকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাজ্য সক্রিয় নয় । একাধিক মিথ্যা মামলা সাজানো হয়েছে তাঁকে ফাঁসানোর জন্য । তাই এই সমস্ত মামলার তদন্তভার যদি রাজ্য পুলিশের হাতে থাকে, তাহলে সুবিচার পাওয়া সম্ভব নয় । এরপরই আজকের শুনানি সময়ের অভাবে মুলতুবি হয়ে যায় । আগামিকাল দুপুরে ফের শুনানি হবে এই মামলার ।

আরও পড়ুন: Suvendu Adhikari : মুরলিধর সেন লেনে শুভেন্দুর জন্য বরাদ্দ হল ঘর

তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা সমস্ত মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে গত 22 জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ একের পর এক মিথ্যা মামলা দায়ের করে চলেছে । এই সমস্ত মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হচ্ছে বলে অভিযোগ তাঁর । তাঁর আরও অভিযোগ, দলবদলের পর থেকেই তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷ বিধানসভা নির্বাচনের পর সেই সংখ্যা আরও বেড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.