ETV Bharat / city

EC Meeting : পৌরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য-কমিশন বৈঠক

author img

By

Published : Nov 13, 2021, 9:02 PM IST

আগামী মাসেই ভোট হওয়ার কথা কলকাতা ও হাওড়া পৌরনিগমে ৷ সেই বিষয়ে আলোচনা করতেই শনিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈঠকের আয়োজন করা হয় ৷

state government representatives meet with state election commissioner for corporation election
EC Meeting : পৌরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য-কমিশন বৈঠক

কলকাতা, 13 নভেম্বর : কলকাতা ও হাওড়ায় পৌরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক ৷ শনিবার বিকেলে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ সেখানে রাজ্যের তরফে যোগদান করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি মনোজ মালব্য এবং এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্রুত পৌরভোট করানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

সূত্রের দাবি, আসন্ন পৌরভোটে রাজ্যের পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা সবরকমভাবে নির্বাচন কমিশনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ হরিকৃষ্ণ দ্বিবেদী নির্বাচন কমিশনারকে জানিয়েছেন, ভোট চলাকালীন নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে ৷ বুথের ভিতরের ও বাইরের পরিকাঠামোও কমিশনের নিয়ম মাফিক তৈরি করা হবে ৷ ভোটের কাজে কতজন পুলিশ কর্মী ও আধিকারিককে মোতায়েন করা হবে, এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রস্তাব চাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Sujan Chakraborty : লুট করা ছাড়া ভোট জিততে পারবে না, তৃণমূলকে আক্রমণ সুজনের

তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি ৷ তবে রাজ্য সরকার 19 ডিসেম্বর ভোটের প্রস্তাব দিয়েছিল ৷ তাতে সিলমোহর দেয় রাজ্য নির্বাচন কমিশন ৷ কলকাতায় পাঁচ হাজারেরও বেশি বুথ থাকবে ৷ তবে হাওড়ার ক্ষেত্রে বুথসংখ্যা সেভাবে জানানো হয়নি ৷ পুরো তালিকা ঘোষিত হলেই সেই মোতাবেক নিরাপত্তা-সহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.