ETV Bharat / city

কোভিড সন্দেহে রোগী ফেরালো এসএসকেএম, সরব চিকিৎসকদের সংগঠন

author img

By

Published : Apr 3, 2021, 6:57 AM IST

এমন ঘটনার পর সব হাসপাতালে কোভিডের পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য ফের দাবি জানানো হল মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ।

SSKM refused to admit COVID suspected patient organization of doctors raised question
SSKM refused to admit COVID suspected patient organization of doctors raised question

কলকাতা, 3 এপ্রিল: এক রোগীর শ্বাসকষ্ট হচ্ছিল । তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল । এই অবস্থায় কোভিড সন্দেহে ওই রোগীকে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে রেফার করে দেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে । এমন ঘটনার পর সব হাসপাতালে কোভিডের পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য ফের দাবি জানানো হল মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ।

আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ; জিম, সুইমিং পুল বন্ধ হল কর্নাটকে

শ্বাসকষ্টের সমস্যা হতে থাকায় ছেচল্লিশ বছর বয়সি এক ব্যক্তিকে শুক্রবার ভোরে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । জানা গিয়েছে, এই রোগীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন সত্তর শতাংশে নেমে গিয়েছিল । অভিযোগ, এই অবস্থায় রোগীকে কোভিড আক্রান্ত সন্দেহে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয় । এদিকে, অন্য হাসপাতাল ঘুরে বেড না পেয়ে শেষে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে । সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয় । জানা গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রোগীকে যখন ভর্তি নেওয়া হয়, তখন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । এই ঘটনায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংগঠন মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এই রোগীর শারীরিক অবস্থার যদি আরও অবনতি হত, তখন তার জন্য কে দায় নিত ? যে এসএসকেএম হাসপাতাল এত উন্নত সেখানে সামান্য শ্বাসকষ্টের চিকিৎসা হতে পারে না ? কেবল 'কোভিড হতে পারে' এই ভয়ে রোগীকে ফেরানো হচ্ছে কেন ?

অভিযোগের বিষয়ে এসএসকেএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল পীযূষ কুমার রায়ের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি । মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রশ্ন, এভাবে কখনও প্যানডেমিক সামলানো যায় ? প্রতিটি হাসপাতালে কোভিড উইং চাই, যেখানে কোভিড বা কোভিড সাসপেক্টটেড রোগীদের চিকিৎসা হবে, রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরতে হবে না ।

এদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এরাজ্যেও সংক্রমণ অত্যন্ত দ্রুত হারে বাড়ছে । উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.