ETV Bharat / city

Special Train For Eden Match: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-20 ম্যাচের জন্য চলবে বিশেষ ট্রেন

author img

By

Published : Feb 15, 2022, 10:21 PM IST

Special Train For Match
ভারত-ওয়েস্ট ইন্ডিজ T-20 খেলার জন্য চলবে বিশেষ ট্রেন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-20 ম্যাচের জন্য চলবে বিশেষ ট্রেন (Special Train For Match) ৷ 16,18 এবং 20 ফেব্রুয়ারি এই তিনদিন চলবে বিশেষ ট্রেন ৷ জানানো হয়েছে পূর্বরেলের তরফে ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আগামী 16 ফেব্রুয়ারি থেকে কলকাতা ইডেন গার্ডেন্সে যে তিনটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য চলবে বিশেষ ট্রেন (Special Train For Match) চালু করল পূর্ব রেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে রোহিত শর্মার ভারচ। তাই ক্রিকেটপ্রেমী ও বাকি যারা এই খেলার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের কথা মাথায় রেখেই তিনদিন চালানো হবে বেশি লোকাল ট্রেন। আজ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

16,18 এবং 20 ফেব্রুয়ারি এই তিনদিন ইডেনে খেলা শুরু হবে সন্ধা 7টা থেকে। খেলা শেষ হবে প্রায় রাত 11.30 মিনিটে। তবে, করোনাকালে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি না-থাকলেও এই খেলার সঙ্গে যুক্ত অন্যান্যরা যাতে বাড়ি ফিরতে সমস্যায় না-পড়েন সেইজন্যই এই ব্যবস্থা। এমনটাই জানানো হয়েছে পূর্বরেল কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: SSC Recruitment Case On HC: নিয়োগ সংক্রান্ত মামলার সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

16,18 এবং 20 ফেব্রুয়ারি প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত পর্যন্ত দেওয়া হবে একটি ইএমইউ ট্রেন। ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে রওনা হবে রাত 10.30 মিনিটে এবং বারাসতে পৌঁছবে রাত 10.45 মিনিটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.