ETV Bharat / city

BJP-র রাজ্য কর্মসমিতিতে শোভন চট্টোপাধ্যায়

author img

By

Published : Sep 8, 2020, 5:58 PM IST

Updated : Sep 8, 2020, 9:03 PM IST

BJP-র নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল ৷ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য কমিটির কর্মসমিতির সদস্য করা হল ৷ এছাড়া নতুন কমিটিতে স্থান পেয়েছেন শঙ্কুদেব পাণ্ডা ৷

sovon chatterjee
শোভন চট্টোপাধ্যায়

কলকাতা, 8 সেপ্টেম্বর : BJP-র রাজ্য কমিটিতে স্থান পেলেন শোভন চট্রোপাধ্যায় ৷ BJP-র রাজ্য কর্মসমিতির সদস্য করা হল শোভনকে। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন কমিটির অনুমোদন দিয়েছেন । মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই নতুন কমিটি ঘোষণা করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। নতুন কমিটিতে 105 জনকে স্থান দেওয়া হয়েছে ৷ নতুন রাজ্য কমিটিতে 25 শতাংশ নতুন মুখ এসেছে । এর মধ্য়ে 32 জন নতুন পদাধিকারী আছেন ৷ যুব নেতা শঙ্কুদেব পাণ্ডাকেও রাজ্য কমিটির সদস্য করা হয়েছে ৷

2019-এর 14 অগাস্ট ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের "কানন" শোভন চট্টোপাধ্যায় গেরুয়া শিবিরে নাম লেখান ৷ তাঁর বান্ধবী বৈশাখিও একই সঙ্গে BJP-তে যোগ দেন ৷ এরপরই নানা কারণে শোভন-বৈশাখির সঙ্গে দলের রাজ্য নেতৃত্বের বিরোধ দেখা দেয় ৷ এই বিরোধ মেটাতে কখনও মুকুল রায় কখনও আবার কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননকে ক্রাইসিস ম্যানেজার হিসাবে উদ্যোগ নিতে হয় ৷ শোভন বান্ধবী বৈশাখি একসময় BJP নেতৃত্বের প্রতি বিরক্ত হয়ে এই দল থেকে নিষ্কৃতি পাওয়ার কথাও বলেন ৷ এরই মাঝে শোভন-বৈশাখির তৃণমূলে ফিরে আসা নিয়েও জল্পনা তৈরি হয় ৷ BJP-র সঙ্গে বিরোধের মাঝে গত বছর ভাইফোঁটা নিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন শোভন ৷ এমনকী মমতার ডাকে সাড়া দিয়ে শোভন-বৈশাখি রাজ্যের চলচ্চিত্র উৎসবেও হাজির হন ৷ এরপর শোভন BJP-তে থাকবেন না-কি তাঁর পুরনো দলেই ফিরে যাবেন তা নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল । যদিও এত কিছু জল্পনার পরও শোভন চট্টোপাধ্যায় এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ সংবাদ মাধ্যমের কাছে প্রায় অধরাই থেকে গিয়েছেন শোভন ৷ আবার অন্যদিকে BJP-র কোনও রাজনৈতিক অনুষ্ঠানেও শোভন হাজির হননি ৷ কিছুদিন আগে 131 নম্বর ওয়ার্ড থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয় তৃণমূল ৷ এর পরেই জল্পনা শুরু হয়, শোভনকে দলে ফেরাতেই রত্নাকে সরানো হল ৷ কিন্তু এর পরেই BJP-র সহপর্যবেক্ষক অরবিন্দ মেনন শোভনের বাড়িতে যান ৷ সেখানে শোভন-বৈশাখির সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক হয় মেননের ৷ সেই বৈঠকেই রাজনৈতিক পরিস্থিতি বদলায় ৷ এতদিন ধরে শোভন-বৈশাখিকেও BJP কোনও গুরুদায়িত্ব দেয়নি ৷ কিন্তু দিলীপ ঘোষের অনুমোদিত যে রাজ্য কমিটি মঙ্গলবার BJP প্রকাশ করল সেই কমিটির কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে শোভন চট্টোপাধ্যায়ের নাম আছে ৷

মঙ্গলবার BJP-র 105 জনের রাজ্য কমিটি ঘোষণা করা হয় ৷ শোভন ছাড়াও এই কমিটিতে শঙ্কুদেব পাণ্ডার নাম আছে ৷ তাছাড়া এই কমিটিতে জ্যোতির্ময়ী শিকদার , অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, বীথিকা মণ্ডল, মধু ছন্দা করকে জায়গা দেওয়া হয়েছে ৷ চলতি বছরের জুনে অমিত শাহের ভার্চুয়াল সভায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার ৷ 2004 সালে কৃষ্ণনগর থেকে CPI(M)-র টিকিটে জিতে সাংসদ হন জ্যোতির্ময়ী শিকদার। 2019 সালের লোকসভা নির্বাচনের কয়েকমাস আগে তিনি বাম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ কিন্তু তৃণমূলের হয়ে তাঁকে কখনই খুব সক্রিয় হতে দেখা যায়নি ৷ এরপরই এবছরে অমিত শাহের ভার্চুয়াল সভায় দিলীপ ঘোষ ও রাহুল সিনহার কাছ থেকে তিনি গেরুয়া পতাকা নেন ৷ 1998 সালের জাকার্তা এশিয়াডে সোনা জেতা বাংলার এই সোনার মেয়ে গেরুয়া ট্র্যাকে কেমন দৌঁড়ান তার দিকে সবাই তাকিয়ে থাকবে ৷

আগামী 10 সেপ্টেম্বর নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক হবে । BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একদিনের রাজ্য কর্মসমিতির এই বৈঠকের উদ্বোধন করবেন ৷ রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও রূপা গঙ্গোপাধ্যায় এবং গত লোকসভায় হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্তকেও শোভন চট্টোপাধ্য়ায়ের মতো বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে ৷ রাজ্য কমিটিতে BJP-র সব সাংসদরাই স্থান পেয়েছেন ৷ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও এই কমিটিতে আছেন ৷ তাছাড়া, রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন ফুটবলার বাবু মানি ও ষষ্ঠী দুলে ও অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় ৷ বীরভূমের BJP-র ডাক সাইটে নেতা দুধকুমার মণ্ডল এবং পুরনো মুখের মধ্যে কমল বেরিওয়াল, অসীম সরকার এবং জয় বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটিতে আছেন ৷

2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কমিটি এভাবে বর্ধিত করা হল বলে BJP সূত্রে খবর ৷ নির্বাচনের রণকৌশল ঠিক করতে যাতে সবাই আলোচনায় অংশ নিতে পারেন সেজন্য এভাবে কমিটি তৈরি করা হল বলে BJP সূত্রে খবর ৷ এই বর্ধিত কমিটির ফলে দলের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়বে বলেই মনে করছে রাজ্য নেতৃত্ব ৷ তবে উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে তথাগত রায়কে রাখা হয়নি ৷

Last Updated : Sep 8, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.